ভোট গ্রহণের দিন গোলমাল কিংবা হিংসাত্মক কার্যকলাপ এ রাজ্যে নতুন কিছু নয়। পঞ্চায়েত নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন, ভোটের দিন সন্ত্রাসের ঘটনার বহু উদাহরণ রয়েছে এই বাংলায়। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে গোলমালে কিছুটা হ্রাস টানা গেলেও পুরোপুরি কখনওই থামানো যায় না বলে অভিযোগ নাগরিকদের। এ বছর আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট। সে কথা মাথায় রেখেই এ বার ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত এ রাজ্যে ঘটে যাওয়া বিধানসভা এবং লোকসভা নির্বাচনের দিন কোথায়, কী ধরনের গোলমাল হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, সে বিষয়ে কলকাতা পুলিশের থানাগুলির কাছে সবিস্তার রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রতিটি থানা ওই রিপোর্ট কলকাতা পুলিশের নির্বাচন সেলের কাছে পাঠিয়েছে। সেগুলি একত্র করে পাঠানো হবে নির্বাচন কমিশনে।
লালবাজার জানিয়েছে, আগামী বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও নির্বাচন কমিশন পুলিশের কাছ থেকে বিভিন্ন তথ্য জানার কাজ শুরু করেছে মাস দুয়েক আগে থেকেই। সেই সূত্র ধরেই গত সপ্তাহের শেষে ২০১৪, ২০১৬, ২০১৯, ২০২১ এবং ২০২৪ সালের বিভিন্ন ভোটের দিনে কী ধরনের গোলমাল হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কোন কোন ধারায় মামলা রুজু হয়েছিল এবং সেই সমস্ত মামলা বর্তমানে কী অবস্থায় রয়েছে, তা জানাতে বলা হয়েছিল থানাগুলিকে। এ ছাড়াও থানাগুলিকে বলা হয়েছিল, মোট ক’টি মামলা দায়ের করা হয়েছিল, তা-ও জানাতে হবে। কোন মামলায় তদন্ত শেষ হয়েছে, কোন মামলায় চার্জশিট জমা পড়েছে, অপরাধী এখনও জেলে বন্দি, না কি ইতিমধ্যেই খালাস পেয়ে গিয়েছে, সে সবও জানাতে বলা হয়েছিল।
পুলিশ সূত্রের খবর, এর আগে নিজেদের এলাকার দুষ্কৃতীদের নামের তালিকা তৈরি করতে বলা হয়েছিল থানাগুলিকে। ওই রিপোর্টে এলাকার দাগি অপরাধীদের সম্পর্কেও তথ্য দিতে বলা হয়েছিল। চাওয়া হয়েছিল সেই দাগিদের মোবাইল নম্বরও। এর পাশাপাশি, প্রতি সপ্তাহে থানাগুলিকে নিজেদের এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত তথ্য (২১ পাতা) পাঠাতে বলা হয়েছে। যাতে ওই সপ্তাহে কোন থানায় কী কী মামলা রুজু হয়েছে, কোনও গোলমাল হয়েছে কিনা, আবগারি, অস্ত্র কিংবা মাদক আইনে কোনও মামলা হয়েছে কিনা, সে সব জানা যায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)