Advertisement
E-Paper

সব ট্রেন যাচ্ছে না ক্ষুদিরাম পর্যন্ত, ঘুরছে টালিগঞ্জ থেকেই! মেট্রোর নয়া পদক্ষেপে ভোগান্তি যাত্রীদের

সোমবার থেকেই ব্লু লাইনে কয়েকটি পরিষেবার যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। তবে এ ব্যাপারে মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ১৯:১০
All service on Kolkata Metro\\\\\\\'s Blue Line are not running up to Shahid Khudiram, they are being diverted from Tollygunge

— ফাইল চিত্র।

আশঙ্কা আগেই ছিল। এ বার সেটাই সত্যি হল।

দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরামের (ব্লু লাইন) মধ্যে সব ট্রেন পুরো পথে চালাতে পারছেন না মেট্রোরেল কর্তৃপক্ষ। সারা দিনে বেশ কয়েকটি মেট্রো দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) পর্যন্ত চলছে। আবার সেখান থেকে ফিরছে। এর ফলে যে সব যাত্রীর গন্তব্য টালিগঞ্জের পরে, তাঁরা সমস্যায় পড়ছেন।

সোমবার থেকেই ব্লু লাইনে কয়েকটি পরিষেবার যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। তবে এ ব্যাপারে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি। জানানো হয়নি পরিবর্তিত সূচিও। অর্থাৎ, কোন মেট্রোগুলি টালিগঞ্জ পর্যন্ত চলছে, সেই ব্যাপারে কোনও সূচি নেই মেট্রো রেলের।

কেন ব্লু লাইনে কিছু মেট্রোর যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে? প্ল্যাটফর্মের পিলারে ফাটল ধরা পড়ায় কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল আপাতত বন্ধ। কবি সুভাষ বন্ধ থাকায় সমস্যার সূত্রপাত। বর্তমানে ব্লু লাইনে মেট্রো শাখার ডাউন লাইনের প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরাম। এই পরিস্থিতিতে যাত্রী পরিষেবা বিঘ্নিতও হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল।

আশঙ্কার কারণ, শহিদ ক্ষুদিরাম স্টেশনে কবি সুভাষের মতো প্রান্তিক স্টেশনের উপযোগী অনেক ব্যবস্থা নেই। এত দিন কবি সুভাষ স্টেশনে যাত্রীদের ডাউন প্ল্যাটফর্মে নামিয়ে সেই মেট্রোই আবার একটু এগিয়ে লাইন পরিবর্তন করে আপ প্ল্যাটফর্মে এসে দমদম-দক্ষিণেশ্বরের দিকে রওনা দিত। আপ এবং ডাউনে ট্রেনের লাইন পরিবর্তনের এই ব্যবস্থা শহিদ ক্ষুদিরামে নেই। প্রথমে মেট্রো রেলের তরফে জানানো হয়েছিল, লাইন পরিবর্তন করে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো চালাতে কোনও অসুবিধা হবে না! কিন্তু মাসখানেক যেতে না যেতে সেই সমস্যাই প্রকট হয়ে উঠেছে। চিন্তায় ফেলেছে মেট্রো কর্তৃপক্ষকে।

মেট্রো সূত্রে খবর, আপ এবং ডাউনে ট্রেনের লাইন পরিবর্তনের ব্যবস্থা শহিদ ক্ষুদিরামে না-থাকায় পরিষেবা ব্যাহত হচ্ছে। শহিদ ক্ষুদিরামে ডাউন লাইনের ট্রেনকে দক্ষিণেশ্বরগামী করার জন্য লাইন পরিবর্তন সম্ভব নয়। সে ক্ষেত্রে ওই লাইনে আসা ট্রেনই আবার দক্ষিণশ্বরের দিকে রওনা দেয়। ফলে একই লাইনে পর পর ট্রেন দাঁড়িয়ে পড়ে কখনও কখনও। তাতে সমস্যার সৃষ্টি হয়। নির্ধারিত সময়ের তুলনায় অনেক দেরিতে মেট্রো চলাচল করছে। সেই সমস্যা সমাধানের জন্য আপাতত সারা দিনে কিছু ট্রেনকে টালিগঞ্জ থেকে ঘুরিয়ে দিচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রোর এই নয়া পদক্ষেপ সম্পর্কে অবগত না-থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। স্টেশনে গিয়ে তাঁরা জানতে পারছেন কোন মেট্রো টালিগঞ্জ পর্যন্ত যাচ্ছে, কোন ট্রেন শহিদ ক্ষুদিরাম! টালিগঞ্জের পরে যাঁরা যাতায়াত করেন, তাঁদের অনেক ক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। যাত্রীদের কথায়, ‘‘কোনও কোনও সময় দু’তিনটে ট্রেন ছাড়তে হচ্ছে শহিদ ক্ষুদিরামে পৌঁছোনোর জন্য। সেই সঙ্গে ভিড়ও হচ্ছে তুলনায় অনেক বেশি।’’ হঠাৎ করে ব্লু লাইনে কয়েকটি মেট্রোর যাত্রাপথ সংক্ষিপ্ত করা নিয়ে প্রশ্ন উঠছে।

যদিও মেট্রোর দাবি, পরিষেবাতে কোনও প্রভাব পড়বে না। সময়সূচি পরিবর্তনও হবে না। মেট্রো আরও জানিয়েছে, ব্যস্ত সময়ে ব্লু লাইনে যাত্রীদের প্রয়োজনের কথা মাথায় রেখে পরিষেবার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আগে এই লাইনে আপ এবং ডাউন মিলিয়ে মোট ২৬২টি পরিষেবা চলত। তবে সোমবার (২৫ অগস্ট) থেকে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৪-তে। কয়েকটি মেট্রোর যাত্রাপথ সংক্ষিপ্ত করার জন্যই কি ব্লু লাইনে পরিষেবার সংখ্যা বৃদ্ধি করলেন মেট্রো কর্তৃপক্ষ? উঠছে প্রশ্ন।

Kolkata metro services Kolkata Metro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy