মাইকের দাপট থেকে রেহাই দেওয়ার জন্য মেলার উদ্যোক্তাদের আর্জি জানিয়েছিলেন অভিভাবকেরা। অভিযোগ, সময়সীমায় খানিক ছাড় দিলেও অ-মাইক হল না এলাকা।
এর জেরে নাস্তানাবুদ হলেন, কলকাতা পুর এলাকার সিঁথির পেয়ারাবাগান এবং দক্ষিণ দমদম পুর এলাকার মতিঝিল অ্যাভিনিউয়ের নিউ কোয়ার্টার্স মাঠ ও ক্লাইভ হাউসের মাঠ সংলগ্ন অঞ্চলের বাসিন্দারা। স্থানীয় সূত্রের খবর, ১১ ফেব্রুয়ারি থেকে পেয়ারাবাগানে শুরু হয়েছে সিঁথি যুব উৎসব এবং সুভাষ মেলা। এ দিকে, নিউ কোয়ার্টার্সের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য বাগজোলা খাল থেকে গোরক্ষবাসী মোড় পর্যন্ত বাতিস্তম্ভে ঝুলছে চোঙা। ক্লাইভ হাউসের মাঠে ‘শর্টহ্যান্ড ক্রিকেট’-এর ধারাবিবরণীর ঠেলায় জানলা বন্ধ রেখেও কানে হাত পরীক্ষার্থীদের!
সাত ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আইএসসি। আইসিএসই শুরু ২৬ ফেব্রুয়ারি থেকে। আসন্ন মাধ্যমিক ও সিবিএসই। এ জন্য ক’দিন আগেই উদ্যোক্তাদের আচরণে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকদের একাংশ। তাতে সকাল থেকে মাইক বাজানো হয়নি ঠিকই, তবে বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত মাইক বেজেছে বলে দাবি।