প্রথমে নিজেদের পুলিশ আধিকারিক বলে পরিচয় দেওয়া। পরে সেই প্রভাব খাটিয়ে কলকাতা পুলিশে চাকরি দেওয়ার নামে দফায় দফায় তিন লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এন্টালি থানা। তদন্ত শুরু হলেও এখনও কেউ গ্রেফতার হননি বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের খবর, ওই দু’জনের বিরুদ্ধে এন্টালির বাসিন্দা এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, গত বছর জানুয়ারিতে দুই ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। জয়নগরের বাসিন্দা ওই দু’জন নিজেদের পুলিশ আধিকারিক হিসেবে পরিচয় দেন। কলকাতা পুলিশে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন বলেও দাবি। অভিযোগ, এ ছাড়াও পরিবারের একাধিক সদস্যকে সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
সে জন্য নগদ এবং অনলাইনে তাঁর থেকে দুই অভিযুক্ত তিন লক্ষ টাকা নেন বলেও দাবি এন্টালির ওই বাসিন্দার। পুলিশকে তিনি জানিয়েছেন, টাকা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যে অভিযুক্তেরা তাঁকে একটি নিয়োগপত্র দেন। সেখানে সরকারি সিলমোহর থাকায় সন্দেহ হয়নি। তবে কাজে যোগ দিতে গিয়ে ওই ব্যক্তি বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন। অভিযোগকারী পুলিশকে জানান, অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও লাভ হয়নি। তখন তিনি আদালতে যান। পরে এন্টালি থানায় অভিযোগ দায়ের হয়। যার ভিত্তিতে মঙ্গলবার মামলা রুজু হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)