Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বিশ্বকাপে পার্কিং বলে দেবে অ্যাপ

পুলিশ জানায়, ওই অ্যাপে জানা যাবে, কোন রাস্তা দিয়ে কোন পার্কিং লটে যাওয়া যাবে। পার্কিং লটের জায়গা ফাঁকা আছে কি না, অ্যাপের মাধ্যমে জেনে নিয়ে বুকিংও করা যাবে।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৭ ০১:২১
Share: Save:

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপকে কেন্দ্র করে বিধাননগর পুলিশ সল্টলেকে একাধিক জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করেছে। পার্কিং লট খঁুজতে তৈরি হয়েছে ‘পার্কস্ন্যাপ’ নামে নতুন অ্যাপ। কলকাতার একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই অ্যাপটি চালু করেছে বিধাননগর পুলিশ।

পুলিশ জানায়, ওই অ্যাপে জানা যাবে, কোন রাস্তা দিয়ে কোন পার্কিং লটে যাওয়া যাবে। পার্কিং লটের জায়গা ফাঁকা আছে কি না, অ্যাপের মাধ্যমে জেনে নিয়ে বুকিংও করা যাবে।

যুবভারতী ক্রীড়াঙ্গনের ৭টি গেটের দু’কিলোমিটারের মধ্যে বহু পার্কিং লটের ব্যবস্থা করা হয়েছে। যেমন ১৩ নম্বর ট্যাঙ্ক থেকে ফাল্গুনী আবাসনের সামনের রাস্তা, এইচ বি, আই বি, জি ডি ব্লকের পার্ক, আমুল আইল্যান্ড থেকে খালপাড়, ১৪ নম্বর ট্যাঙ্ক থেকে ত্রিপুরা ভবন, আমরি পেট্রোল পাম্প থেকে খালপাড়, কে বি-কে সি আইল্যান্ড থেকে ১৪ নম্বর ট্যাঙ্ক, সাই-এর সামনের কাটআউট থেকে লোহারপুল, ভিআইপি গেটের উল্টোদিকে ফিফা এবং রাজ্য প্রশাসনের জন্য পার্কিংয়ের ব্যবস্থার পাশাপাশি বেলেঘাটায় চাউলপট্টি রোডেও পার্কিংয়ের ব্যবস্থা হয়েছে।

পার্কিংয়ে মোট ২৬০০ গাড়ি রাখা যাবে। এ জন্য অর্থ ব্যয় করতে হবে না। বিনামূল্যে পার্কিংয়ের পাশ না থাকলে গাড়ি রাখা যাবে সল্টলেকের লালকুঠি আইল্যান্ড থেকে ৯ নম্বর ট্যাঙ্ক আইল্যান্ডের রাস্তায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Parking App Mobile App
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE