শিয়ালদহের টাকি বয়েজ স্কুলে কলকাতা পুলিশের সাব-ইনস্পেক্টর পদের লিখিত পরীক্ষার সময়ে এক ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেফতার করেছিল পুলিশ। এ বার তাকে জিজ্ঞাসাবাদ করে নদিয়ার হাঁসখালির বাসিন্দা, ওই পরীক্ষার আসল পরীক্ষার্থীকে গ্রেফতার করল নারকেলডাঙা থানা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শামিম মণ্ডল। তাকে বুধবার আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠান। এর আগে নিউ আলিপুর থানার পুলিশও তাদের এলাকায় ওই একই চাকরির পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থীর সঙ্গে আসল পরীক্ষার্থীকে গ্রেফতার করেছিল। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছে।
পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে টাকি বয়েজ স্কুলে কলকাতা পুলিশের সাব-ইনস্পেক্টর পদে চাকরির লিখিত পরীক্ষায় শামিমের হয়ে পরীক্ষা দিতে এসে গ্রেফতার হয় ভুয়োপরীক্ষার্থী প্রণব বিশ্বাস। বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে। প্রণবকে জেরা করেই শামিমের নাম জানতে পারেন তদন্তকারীরা। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, এক যুবকের মাধ্যমে শামিমের সঙ্গে আলাপ হয়েছিল প্রণবের। তবে, এর বিনিময়ে কোনও আর্থিক লেনদেনহয়েছিল কিনা, তা নিয়ে পুলিশ কিছু জানায়নি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)