গার্ডেনরিচের দুর্ঘটনাস্থল থেকে আরও এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম মহম্মদ জামিল (৪০)। মঙ্গলবার রাতে উদ্ধার কাজ চলছিল গার্ডেনরিচের ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপে। সেখান থেকেই জামিলের দেহ উদ্ধার করা হয়। দ্রুত অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানো হয় ওই দেহ। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত পর্যন্ত গার্ডেনরিচের দুর্ঘটনাস্থল থেকে অনেককেই উদ্ধার করেছে পুলিশ। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। বাকিদের কারও হাসপাতালে চিকিৎসা চলছে। কেউ বা প্রাথমিক চিকিৎসার পর ছাড়াও পেয়েছেন হাসপাতাল থেকে।
রবিবার গভীর রাতে গার্ডেনরিচের পাহাড়পুর রোডে ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ পাঁচতলা বাড়ি। সেই বাড়ির ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে এলাকা সংলগ্ন কিছু অস্থায়ী বাড়ি। চাপা পড়়েন সেই সব বাড়িতে থাকা মানুষজন। তাঁদের অনেককেই উদ্ধার করা হয়। বাকিদের খোঁজ চলছিল।
আরও পড়ুন:
-
গার্ডেনরিচকাণ্ডের দায় এড়াতে পারে না পুরসভা, মেয়র ফিরহাদের উল্টো সুর ডেপুটি মেয়র অতীনের
-
হেলে পড়া বহুতল গুঁতো মারছে পাশের বাড়িকে! বাসিন্দাদের হেলদোল নেই, বিচিত্র গৃহচিত্র গার্ডেনরিচে
-
এক সেকেন্ডে একটা বাড়ি ভেঙে যাচ্ছে! আর ৩০ দিনে নির্মাণের অংশ ভাঙা গেল না? প্রশ্ন বিচারপতি সিংহের
-
‘নেতারা জড়িত থাকলেও ধরুন’! গার্ডেনরিচে গিয়ে মন্তব্য নওশাদের, ‘অবান্তর সব কথা’, বলল তৃণমূল