কলকাতার একটি শিশু হাসপাতালের আরও দুই প্রসূতি করোনা আক্রান্ত হলেন। প্রথমের দিকে তাঁদের করোনার উপসর্গ ধরা পড়েনি।
হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁদের শারীরিক অবস্থা খারাপ হয়। পরীক্ষার পর তাঁদের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে।
ওই হাসপাতালে আগে আরও তিন প্রসূতির করোনা আক্রান্ত হয়েছিলেন। তার জেরে হাসপাতালের জরুরি বিভাগ খোলা রেখে বাকি পরিষেবা আপাতত বন্ধ রাখা হচ্ছে। একই সঙ্গে হাসপাতাল চত্বর জীবাণুমুক্ত করার কাজও শুরু হয়েছে।