অ্যাপ-ক্যাব চালকদের একাধিক সংগঠনের ডাকা ধর্মঘট এবং অবস্থান-বিক্ষোভের জেরে সোমবার দিনভর শহর জুড়ে হয়রানির মুখে পড়লেন যাত্রীরা। আর পথে অ্যাপ-ক্যাবের আকালের মধ্যে সুযোগ বুঝে যথেচ্ছ ভাড়া হাঁকলেন হলুদ ট্যাক্সির চালকেরা। দূরপাল্লার ট্রেন থেকে হাওড়া, শিয়ালদহ, সাঁতরাগাছি এবং কলকাতা স্টেশনে নেমে অ্যাপ-ক্যাব পেতে রীতিমতো নাজেহাল হতে হল যাত্রীদের। একই ছবি বিমানবন্দরেও। ই এম বাইপাস, সল্টলেক এবং নিউ টাউনের কয়েকটি হাসপাতালে পৌঁছতে গিয়ে ভোগান্তির মুখে পড়তে হয় রোগীদের আত্মীয়-পরিজনদেরও।
ডিজ়েলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভাড়া পুনর্বিন্যাসের দাবি নিয়ে এ দিন এআইটিইউসি এবং সিটু অনুমোদিত দু’টি বামপন্থী অ্যাপ-ক্যাব চালক সংগঠন পৃথক ভাবে ধর্মঘটের ডাক দিয়েছিল। এ ছাড়াও রাজ্যে শাসকদল ঘনিষ্ঠ আইএনটিটিইউসি অনুমোদিত ‘ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড’ এ দিন রাসবিহারীতে একটি অ্যাপ-ক্যাব সংস্থার দফতরে দুপুর থেকে অবস্থান-বিক্ষোভ শুরু করে। দফায় দফায় তিনটি সংগঠনের ধর্মঘট, বিক্ষোভ ও ধর্নার জেরে শহরে অ্যাপ-ক্যাব পরিষেবা কার্যত তলানিতে এসে ঠেকে।
কলকাতা এবং শহরতলি মিলিয়ে প্রায় হাজার দশেক অ্যাপ-ক্যাব থাকলেও সাধারণত দিনে গড়ে ছয় থেকে সাড়ে ছয় হাজার অ্যাপ-ক্যাব রাস্তায় নামে। এ দিন তার মধ্যে অন্তত চার হাজার অ্যাপ-ক্যাব পথে নামেনি বলে ধর্মঘট করা সংগঠনগুলির তরফে দাবি করা হয়েছে। ফলে যাত্রীদের এ দিন দুই থেকে আড়াই গুণ পর্যন্ত সার্জ গুনতে হয়েছে।