Advertisement
০৪ মে ২০২৪

বাসে কমিশন নিয়ে ফের বিবেচনার আবেদন

কাউন্সিলের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “কমিশন তুলে দিয়ে কী ভাবে ব্যক্তি মালিকানাধীন বাস চালানো যাবে, বুঝতে পারছি না।”

ফাইল চিত্র

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৮ ০০:৩৯
Share: Save:

বেসরকারি বাসে কমিশন প্রথা তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে বৃহস্পতিবার পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিল জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট্‌স।

ওই চিঠিতে দুর্ঘটনা কমাতে সরকারি স্তরে প্রচারের উপর জোর দেওয়ার পাশাপাশি রাস্তায় বেআইনি দখলদারি কমানোর কথা বলা হয়েছে। পাশাপাশি, আয়-ব্যয়ের সমতা রক্ষা করে কী ভাবে পরিবহণ ব্যবসা চালানো যাবে তা নিয়ে সরকারি ‘গাইডলাইন’ চাওয়া হয়েছে। ‘গাইডলাইন’ দেওয়ার বিষয়টি অবশ্য সরকারের বিবেচনায় নেই বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী।

কাউন্সিলের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “কমিশন তুলে দিয়ে কী ভাবে ব্যক্তি মালিকানাধীন বাস চালানো যাবে, বুঝতে
পারছি না।” তিনি জানান, বিভিন্ন রুটের বাসের আয় আলাদা। তাই বাসের কর্মীদের বেতন ও অন্য সুযোগ-সুবিধে কী ভাবে চালু করা যাবে, তা স্পষ্টনয়। তপনবাবুর অভিযোগ, বেতন দিতে গিয়ে কোনও রুটের বাস অলাভজনক হয়ে পড়লে কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়া ছাড়াও টান পড়বে ব্যাঙ্কের ঋণের কিস্তিতে।

কমিশন তুলে দেওয়া নিয়ে ২ অগস্ট পরিবহণ ভবনে সরকারি কর্তাদের সঙ্গে বৈঠকের প্রেক্ষিতে করণীয় ঠিক করতে গত বুধবার বৈঠকে বসে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট্‌স ও মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি। এ দিন জয়েন্ট কাউন্সিলের চিঠি নিয়ে পরিবহণমন্ত্রী বিশদে মন্তব্য করতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Commission Private Bus Kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE