Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পুলিশের যানশাসন! মামলা চালকের

‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রকল্পে বেপরোয়া গাড়ি আটকাতে তৎপর রাজ্য। সেই যানশাসন কতটা আইন মেনে হচ্ছে, তা নিয়েই প্রশ্ন তুলল এক চালকের মামলা।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৯ ০৪:১১
Share: Save:

‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রকল্পে বেপরোয়া গাড়ি আটকাতে তৎপর রাজ্য। সেই যানশাসন কতটা আইন মেনে হচ্ছে, তা নিয়েই প্রশ্ন তুলল এক চালকের মামলা। পুলিশ সূত্রের খবর, গত মে মাসে কোলাঘাটের হলদিয়া মো়ড়ে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে লালমোহন মান্না নামে এক পণ্যবাহী গা়ড়ির চালককে জরিমানা করেছিল পুলিশ। লাইসেন্সও বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনাকে চ্যালেঞ্জ করে তমলুক আদালতে মামলা দায়ের করেন চালক। পুলিশ যে ছবি দিয়েছিল, তা নিয়েই শুরু হয় সাইবার আইনের লড়াই। সাইবার কৌঁসুলি বিভাস চট্টোপাধ্যায়কে আদালতবান্ধব নিয়োগ করেন বিচারক। প্রশ্ন উঠেছে, ‘স্পিড-লেসার গান’-এ গাড়ির গতি নির্দিষ্ট মাত্রা পেরোলেই তার ছবি ওঠে। কিন্তু ওই এলাকায় গতি বেঁধে দেওয়া হয়েছিল, তা চালক জানবেন কী ভাবে? ছবিতে দেখা গিয়েছে ওই জায়গায় বোর্ড লাগানো ছিল না। ২৮ জানুয়ারি মামলার রায় ঘোষণা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Traffic Police Safe Drive Save Life
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE