ভোরের আলো ফোটার আগেই কাজ শেষ হয়ে গিয়েছিল ওঁদের। মহালয়ার সকালের প্রথম সূর্যের আলো যখন এসে পড়ল কালো পিচের রাস্তায়, তখন দেখা গেল সেই কালো মুখ ঢেকেছে হাজার রঙের রামধনুতে। কোথাও পাতা, কোথাও ফুল, কোথাও প্রজাপতি...। প্রায় ২ কিলোমিটার রাস্তা জুড়ে শিল্পীর মনের আঁকিবুঁকি।
আরও পড়ুন: মহালয়ার ভোরে দক্ষিণেশ্বর, দেখুন ফেসবুক লাইভ...
মহালয়ার ভোরে এমনই নতুনত্ব শিল্পের সাক্ষী থাকল দক্ষিণ কলকাতার লেকভিউ রোড। সৌজন্যে সমাজসেবী সংঘ। এই দুর্গোৎসব কমিটির পক্ষ থেকেই নেওয়া হয়েছিল এমন অভিনব উদ্যোগ। আর সেই উদ্যোগেই গতকাল রাত থেকে শুরু হয় রাস্তায় আঁকার কাজ। কলকাতার বিভিন্ন আর্ট কলেজের প্রায় ২০০ জন পড়ুয়া রং তুলি নিয়ে নেমে পড়েছিল রাস্তায়। উদ্দেশ্য একটাই। পুজোর আগে আরও একটু সুন্দর করে তোলা নিজেদের শহরকে।