Advertisement
E-Paper

মহিলা যাত্রীকে ‘জুতো ছুড়ে’ নিগ্রহ, গ্রেফতার অটোচালক

এক মহিলা যাত্রীর প্রতি অটোচালকের অশালীন আচরণের অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়াল। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার লর্ডসের মোড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গন্তব্যের আগে নামতে না চাওয়ায় এক মহিলা যাত্রীকে গালিগালাজ করা এবং জুতো ছুড়ে মারার অভিযোগ হয়েছে অটোচালকের বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত অটোচালক মুজাহিদ আলিকে। তবে অটোচালকও ওই মহিলার বিরুদ্ধে পাল্টা দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৪ ০০:৪৬

এক মহিলা যাত্রীর প্রতি অটোচালকের অশালীন আচরণের অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়াল। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার লর্ডসের মোড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গন্তব্যের আগে নামতে না চাওয়ায় এক মহিলা যাত্রীকে গালিগালাজ করা এবং জুতো ছুড়ে মারার অভিযোগ হয়েছে অটোচালকের বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত অটোচালক মুজাহিদ আলিকে। তবে অটোচালকও ওই মহিলার বিরুদ্ধে পাল্টা দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন।

পুলিশের কাছে অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, এ দিন তারাতলা থেকে লর্ডসের মোড়ে যাবেন বলে তিনি অটোয় ওঠেন। অটোটি তারাতলা-যাদবপুর রুটের। লর্ডসের মোড়ের ট্রাফিক সিগন্যালের আগে এক যাত্রী অটো থেকে নেমে যান। ওই সময়ে চালক ওই মহিলাকেও নেমে যেতে বলেন। অভিযোগ, নামতে রাজি না হওয়ায় অটোচালক তাঁকে গালিগালাজ করতে শুরু করেন। এই নিয়ে ওই মহিলা এবং অন্য যাত্রীদের সঙ্গে চালকের বচসা বেধে যায়। এর পরে সিগন্যাল পেরিয়ে নির্দিষ্ট স্টপেজে নামার সময়ে ওই চালক তাঁকে হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ। অটোচালকের ব্যবহারে হকচকিয়ে গিয়ে তিনি সাহায্যের জন্য পুলিশের খোঁজ করতে থাকেন। চালক যাতে গাড়ি নিয়ে পালাতে না পারেন সে জন্য অভিযোগকারী মহিলা অটোর চাবি খুলে নিতে যান। অভিযোগ, তখনই তাঁকে লক্ষ্য করে পায়ের জুতো খুলে ছুড়ে দিয়ে অটো নিয়ে চম্পট দেন চালক। ঘটনার পরে লেক থানায় গিয়ে অভিযোগ করেন ওই মহিলা।

অভিযোগ পাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই ওই অটোচালককে গ্রেফতার করে পুলিশ। তাঁর ২৭ তারিখ পর্যন্ত জেল হেফাজত হয়েছে। যদিও গ্রেফতারের পরে ওই চালক দাবি করেন, ওই মহিলাই জোর করে তাঁর অটোর চাবি খুলে নিতে যান। তাঁকে বাধা দিতে গেলে তিনি ওই অটোচালককে মারধর করেন। পুলিশ জানিয়েছে, অটোচালককে গ্রেফতারের পরে তারাতলা-যাদবপুর রুটের বেশ কিছু অটোচালক থানায় আসেন। সঠিক ঘটনা জানতে ওই রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি জানান তাঁরা। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

lady passenger female throwing shoe auto driver arrest kolkata news online kolkata news passengers bad behaviour heavy problem kolkata lords more taratala jadavpur route
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy