Advertisement
১৮ মে ২০২৪

যাত্রীকে ইট মেরে ধৃত অটোচালক

মহানগরে ফের অটো-দৌরাত্ম্য! অটো নির্দিষ্ট রুটের শেষ পর্যন্ত যাবে না বলে চালক গোঁ ধরায় এক যাত্রীর সঙ্গে তার বচসা শুরু হয়। তার জেরে অটোচালক ওই যাত্রীকে মারধর করে এবং ইট ছুড়ে মারে বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ জুলাই ২০১৫ ০২:৪৫
Share: Save:

মহানগরে ফের অটো-দৌরাত্ম্য!

অটো নির্দিষ্ট রুটের শেষ পর্যন্ত যাবে না বলে চালক গোঁ ধরায় এক যাত্রীর সঙ্গে তার বচসা শুরু হয়। তার জেরে অটোচালক ওই যাত্রীকে মারধর করে এবং ইট ছুড়ে মারে বলে অভিযোগ। মঙ্গলবার বিকেলে রাসবিহারী অ্যাভিনিউয়ের ওই ঘটনায় পুলিশ অভিযুক্ত অটোচালক সুরজিৎ দাসকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, শুভাশিস দাস নামে বেহালার অরবিন্দ পল্লির এক বাসিন্দা তাঁর মেয়ে সঙ্ঘমিত্রাকে নিয়ে রাসবিহারীতে বেহালার অটোর লাইনে দাঁড়িয়ে ছিলেন। অভিযোগ, ওই লাইনের অটোর রুট বেহালা চৌরাস্তা পর্যন্ত হওয়া সত্ত্বেও অভিযুক্ত চালক তাঁদের বেহালা নিয়ে যেতে রাজি হননি। এই নিয়ে বচসা হয়। চালক কথা কাটাকাটির মধ্যে শুভাশিসবাবুর কলার চেপে ধরে ঘুষি মারে বলে অভিযোগ। অন্য অটোচালকেরা তাঁদের ছাড়িয়ে দেন। অভিযোগ, তার পরেই ওই চালক এক়টি ইট তুলে নিয়ে শুভাশিসবাবুর দিকে ছুড়ে মারে। ইটের ঘায়ে আহত হন ওই যাত্রী। অটোচালক তার পরে শুভাশিসবাবুর মেয়ের ব্যাগ পিছন থেকে টেনে তাঁর শ্বাসরোধেরও চেষ্টা করেন বলে অভিযোগ। স্থানীয় লোকজন অভিযুক্ত অটোচালককে ধরে পুলিশে দেন।

যাত্রীদের অভিযোগ, এক শ্রেণির অটোচালকের দৌরাত্ম্যে তাঁরা অতিষ্ঠ। খুচরো নিয়ে ঝামেলা তো লেগেই আছে। তার উপরে অনেক অটো নির্ধারিত রুটের শেষ পর্যন্ত যায় না। যে-অটোর বেহালা চৌরাস্তা যাওয়ার কথা, সে তারাতলা গিয়ে ফিরে আসছে। এক রুটকে দু’ভাগ করায় দু’গুণ ভাড়া পাওয়া যাচ্ছে। সব অটোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কেউ নেই। এ দিনও অটোচালকের গাজোয়ারির শিকার হন বাবা-মেয়ে। অটো ইউনিয়ন থানায় গিয়ে শুভাশিসবাবুকে অভিযোগ তুলে নিতে অনুরোধ করেন। ওই যাত্রী রাজি হননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE