বাগবাজারের কেন্দ্রীয় মেডিক্যাল স্টোরে সংরক্ষিত রয়েছে করোনার প্রতিষেধক ‘কোভিশিল্ড’। বুধবার সন্ধ্যায় বাগবাজারের বস্তিতে আগুন লাগলেও, তাতে করোনার ওই প্রতিষেধক ক্ষতিগ্রস্ত হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে কলকতা পুলিশ। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বাগবাজার মায়ের বাড়ির কাছে। সেখান থেকে যথেষ্ট দূরেই সংরক্ষিত রয়েছে করোনার প্রতিষেধক।
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই করোনার প্রতিষেধক সুরক্ষিত রয়েছে কি না, তা নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, আগুনের ঘটনায় করোনা প্রতিষেধক নষ্ট হয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। রাজ্যে ওই প্রতিষেধক পৌঁছনোর পর, তা নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষিত রয়েছে বাগবাজারে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকালেও সেখান থেকে জেলায় জেলায় প্রতিষেধক পৌঁছে গিয়েছে। কলকাতার জন্যে মেডিক্যাল স্টোরে প্রতিষেধক সংরক্ষিত রয়েছে।
আরও পড়ুন: করোনা-কালে রোগীর সেবা করেও বৈষম্যের অভিযোগ আয়ুষ ডাক্তারদের