সাইবার প্রতারণার ঘটনার তদন্তে শহরে এসে চার জনকে গ্রেফতার করল বেঙ্গালুরু সিটি পুলিশ। মঙ্গলবার রাতে আনন্দপুর থানা এলাকা থেকে ওই চার জনকে ধরা হয়। বুধবার দু’হাজার টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে তাদের জামিন মঞ্জুর করেছে আলিপুরের অতিরিক্ত বিচার বিভাগীয় আদালত। এ দিন ওই চার অভিযুক্তকে আদালতে পেশ করে বেঙ্গালুরু পুলিশের তরফে ট্রানজ়িট রিমান্ডের আবেদন করা হয়েছিল। তবে, গ্রেফতারি
পরোয়ানা এবং অ্যারেস্ট মেমোতে কিছু ত্রুটি থাকায় বিচারক সেই আবেদন খারিজ করে দেন বলে আদালত সূত্রের খবর।
পুলিশ জানিয়েছে, ধৃত চার জনের নাম রঞ্জিত আর এস, জোয়েল জিবরাজ কর্কড়া, আকারন আর নাথান এবং আশিস রবীন্দ্র নাথান। জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে বেঙ্গালুরু এবং আমদাবাদের একাধিক থানায় সাইবার প্রতারণার অভিযোগ রয়েছে। প্রাথমিক ভাবে জানা যায়, ক্রেডিট কার্ড সংক্রান্ত একাধিক জালিয়াতির ঘটনায় অভিযুক্ত এই চার জন। তাদের বিরুদ্ধে রয়েছে ‘ডিজিটাল গ্রেফতারি’র ভয় দেখিয়ে টাকা হাতানোর অভিযোগও। মূলত বেঙ্গালুরু এবং আমদাবাদের বাসিন্দাদেরই প্রতারণার জন্য বেছে নিত অভিযুক্তেরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত চার জন আগেও সাইবার প্রতারণার ঘটনায় বেঙ্গালুরু পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। কিন্তু তার পরে পুলিশি হেফাজত থেকে পালায় তারা। চলে আসে কলকাতায়। পুলিশ জানতে পেরেছে, কলকাতায় এসে প্রথমে একটি হোটেলে উঠেছিল অভিযুক্তেরা। তার পরে এখানেই পাকাপাকি ভাবে থাকতে দিন দুই আগে থানা সংলগ্ন এলাকায় একটি ঘরও ভাড়া নেয় তারা। সেখান থেকেই চার জনকে গ্রেফতার করা হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)