অ্যাকাউন্ট খোলার জন্য বেসরকারি ব্যাঙ্কে নথি জমা করে এসেছিলেন গ্রাহক। কিন্তু তাঁর সেই অ্যাকাউন্ট খোলা হয়নি। উল্টে গ্রাহক যে নথি জমা করে এসেছিলেন, তা দিয়ে চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে প্রতারণা কারবার চালিয়েছেন ব্যাঙ্ককর্মী। লাখ লাখ টাকার লেনদেন হয়েছে ওই সব অ্যাকাউন্ট ব্যবহার করে। এই অভিযোগে কলকাতা গ্রেফতার হলেন সেই অভিযুক্ত ব্যাঙ্ককর্মী।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম কুশল রায়। তিনি নারায়ণপুর থানা এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কে কর্মরত ছিলেন। বছর দুয়েক আগে ওই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্য নথি জমা করে এসেছিলেন জয়ন্ত পাল নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, তিনি কুশলের হাতে সমস্ত নথি তুলে দিয়ে এসেছিলেন। কিন্তু কুশল সেই সব নথি দিয়ে চারটি অ্যাকাউন্ট খুলে ১০ লাখ টাকারও বেশি অঙ্কের অবৈধ লেনদেন করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ জমা পড়ার পরেই তদন্তে নেমে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছিল। তা থেকেই জানা যায়, কুশল গোটা কারবারের সঙ্গে জড়িত। তাঁকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। পুলিশি হেফাজত চেয়ে তাঁকে ব্যারাকপুর আদালতে হাজির করানো হবে। তদন্ত চলছে।