রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের বিরোধিতা করে এবং চুক্তিভিত্তিক কর্মীদের ন্যূনতম ২৫ হাজার টাকা মাস মজুরি, তাঁদের স্বাস্থ্যবিমার আওতায় আনা, সব কর্মচারীর ন্যূনতম ১০ হাজার টাকা পেনশন-সহ বিভিন্ন দাবিতে রবিবার মিছিল করল ‘ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ’। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার মেট্রো চ্যানেল পর্যন্ত প্রতিবাদ মিছিলটি হয়। সংগঠনের দাবি, চুক্তিভিত্তিক কর্মীরা-সহ সমাজের নানা স্তরের দু’হাজারেরও বেশি জনতা মিছিলে পা মেলায়। মিছিলের নেতৃত্ব দেন মঞ্চের যুগ্ম আহ্বায়ক বিশ্বরঞ্জন রায়, সৌম্য দত্ত। ছিলেন সমাজকর্মী স্মৃতিভূষণ দেওয়ানজি, প্রদেশ কংগ্রেসের সম্পাদক সুমন রায়চৌধুরী-সহ অন্যরাও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)