Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Bike Driver

বাইক নিয়ে ধাক্কা, গণপিটুনি চালককে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গা থেকে টাকি রোড ধরে বারাসতের দিকে ফিরছিলেন মইনুদ্দিন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২০ ০৩:৪৩
Share: Save:

মত্ত অবস্থায় বেপরোয়া গতিতে মোটরবাইক চালিয়ে এক সাইকেল আরোহী এবং এক মোটরবাইক চালককে ধাক্কা মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ওই ঘটনায় গুরুতর জখম হন দু’জনই। ক্ষুব্ধ বাসিন্দারা মত্ত যুবকটিকে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শুক্রবার রাতে বারাসত-টাকি রোডে দেগঙ্গা থানার কার্তিকপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে ওই যুবকের নাম মইনুদ্দিন মণ্ডল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গা থেকে টাকি রোড ধরে বারাসতের দিকে ফিরছিলেন মইনুদ্দিন। অভিযোগ, তিনি মত্ত অবস্থায় বেসামাল ভাবে মোটরবাইকটি চালাচ্ছিলেন। প্রথমে তিনি কার্তিকপুরের কিছুটা আগে ইসমাইল হোসেন নামে এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে ফেলে চম্পট দেন। রাস্তায় পড়ে গিয়ে মাথায় চোট পান ইসমাইল। পালাতে গিয়ে কার্তিকপুরে এক মোটরবাইক আরোহীকেও বাইক নিয়ে ধাক্কা মারেন মইনুদ্দিন। সেই সময়ে ক্ষিপ্ত স্থানীয় মানুষ তাঁকে আটক করেন এবং গণপিটুনি দেন।

পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দেগঙ্গা থানা সূত্রের খবর, মোটরবাইকের ধাক্কায় গুরুতর জখম দু’জনকে বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। ওই যুবককে গ্রেফতার করে মোটরবাইকটিকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bike Driver Beating Accident Crime
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE