কলকাতায় ব্যবসা করতে গেলে দোকান এবং শপিং মলগুলিতে বাংলায় নামফলক লেখা বাধ্যতামূলক করা হচ্ছে। শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে এ কথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম। পুর অধিবেশনে ৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী বাংলায় দোকানের নামফলক নিয়ে প্রশ্ন তোলেন। তার জবাবেই মেয়র জানান, বাংলায় ব্যবসা করতে চাইলে দোকান কিংবা শপিং মল—সব ক্ষেত্রেই বাংলায় বোর্ড লাগাতেই হবে। অন্যান্য ভাষায় লেখা থাকতে পারে, তবে বাংলা ভাষাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে।
আরও পড়ুন:
মেয়র স্পষ্ট বার্তা দেন, শুধুমাত্র ইংরেজি বা হিন্দিতে লেখা বোর্ড আর চলবে না। তিনি বলেন, “শপিং মলগুলিতে অনেক দোকানের নামফলকে বাংলা দেখা যায় না। কলকাতার বুকে ব্যবসা করতে চাইলে বাংলায় লেখা বোর্ড লাগানো বাধ্যতামূলক।” এই নির্দেশ কার্যকর করতে পুরসভার লাইসেন্স বিভাগকে উদ্যোগী হতে বলা হয়েছে। মেয়র আরও বলেন, “যদি কোনও দোকান বা শপিং মল বাংলায় বোর্ড লাগাতে অস্বীকার করে, তবে তাদের ব্যবসার লাইসেন্স পুনর্নবীকরণ করা হবে না। প্রশাসনিক ভাবে কঠোর পদক্ষেপ করার জন্য পুর কমিশনার ও সংশ্লিষ্ট আধিকারিকদেরও নির্দেশ দেওয়া হয়েছে।”
বাংলায় ব্যবসা করতে হলে বাংলাভাষার প্রতি সম্মান দেখানোর বার্তা স্পষ্ট করতে চাইছে পুরসভা। কলকাতার রাস্তাঘাট থেকে বড় মল—সব জায়গায় বাংলা নামফলক বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন। সম্প্রতি বিজেপিশাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে অভিযুক্ত করে পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলে সরব হচ্ছেন তৃণমূল নেতারা। সেই আবহে এ বার শপিংমলেও বাংলায় লেখা বাধ্যতামূলক করা হল।