Advertisement
E-Paper

শুরু বিধাননগর মেলা, শুধু দেখা নেই তাঁদের

এ দিন বিধাননগর মেলার আনুষ্ঠানিক সূচনা পর্বের অনুষ্ঠানে দেখা যায়নি যাঁদের, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় ও  চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী। তাঁরা দু’জনেই জানান, অসুস্থতার কারণেই যেতে পারেননি এ দিনের অনুষ্ঠানে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৭ ০২:১৫
বিধাননগর মেলার উদ্বোধনে (বাঁ দিক থেকে) চন্দ্রিমা ভট্টাচার্য, পূর্ণেন্দু বসু, সব্যসাচী দত্ত, ফিরহাদ হাকিম ও সুজিত বসু। সোমবার। নিজস্ব চিত্র

বিধাননগর মেলার উদ্বোধনে (বাঁ দিক থেকে) চন্দ্রিমা ভট্টাচার্য, পূর্ণেন্দু বসু, সব্যসাচী দত্ত, ফিরহাদ হাকিম ও সুজিত বসু। সোমবার। নিজস্ব চিত্র

বিধাননগর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির রাজ্যের একাধিক মন্ত্রী। অথচ সোমবার সূচনাপর্বের অনুষ্ঠানে দেখাই মিলল না পুরসভার ডেপুটি মেয়র থেকে শুরু করে কাউন্সিলরদের একটি বড় অংশের। তা নিয়ে স্বভাবতই গুঞ্জন ছড়িয়েছে।

যদিও মেয়র সব্যসাচী দত্ত এ দিন বলেন, ‘‘যাঁরা আসেননি তাঁদের ব্যস্ততা থাকতেই পারে। তবে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী বড়দিনের ব্যস্ততার মধ্যেও হাজির ছিলেন মেলায়। আমি আপ্লুত!’’

এ দিন বিধাননগর মেলার আনুষ্ঠানিক সূচনা পর্বের অনুষ্ঠানে দেখা যায়নি যাঁদের, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় ও চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী। তাঁরা দু’জনেই জানান, অসুস্থতার কারণেই যেতে পারেননি এ দিনের অনুষ্ঠানে। যদিও কাউন্সিলরদের অনুপস্থিতি প্রসঙ্গে প্রশ্ন করা হলে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘এই ধরনের গুরুত্বপূর্ণ কর্মসূচি সকলে মিলে সফল করাটাই কর্তব্য। আমি মেয়রের সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে খোঁজ নেব।’’

এ দিনের মেলায় হাজির ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ডেপুটি স্পিকার হায়দর আজিজ সফি, কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমন্ত্রী পূর্ণেন্দু বসু, আইন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা, রাজ্যসভার সাংসদ দোলা সেন, বিধায়ক সুজিত বসু প্রমুখ। এই মেলা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। রয়েছে প্রায় ৪৫০ স্টল। তার মধ্যে তুরস্ক, মিশর, বাংলাদেশ, পাকিস্তান-সহ বিভিন্ন দেশের ১৩টি স্টল রয়েছে।

Bidhannagar Mela Salt Lake
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy