E-Paper

বর্ষবরণে বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর হচ্ছে বিধাননগর পুলিশ

গত কয়েক বছর ধরে বর্ষবরণের উৎসবে কলকাতার সঙ্গে পাল্লা দিচ্ছে সল্টলেক থেকে শুরু করে রাজারহাট এবং নিউ টাউন। বিশেষত, ইকো পার্ক, সল্টলেকের একাধিকবিনোদন পার্ক, বনবিতান, শীতের নানা মেলায় কয়েক লক্ষ মানুষ ভিড় করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ০৯:৩৬

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

উদ্দাম গতিতে মোটরবাইক চালিয়ে বর্ষবরণ উদ্‌যাপন করছিলেন এক দল তরুণ-তরুণী। সেই বেপরোয়া গতিতে যেতে গিয়েই ঘটল দুর্ঘটনা। বছরের শেষ দিনে এমন ছবি নতুন নয়। এর পুনরাবৃত্তি ঠেকাতে এ বারনজরদারি আরও আঁটোসাঁটো করতে চলেছে বিধাননগর পুলিশ। ভিড়ের নিরিখে বিপুল জনসমাগম হয় যে সব জায়গায়, সেখানে অতিরিক্ত পুলিশকর্মীমোতায়েন তো করা হচ্ছেই। অপেক্ষাকৃত ফাঁকা জায়গাতেও রাখা হচ্ছে বিশেষ নজর। সেই সঙ্গে মত্ত অবস্থায় কেউ ট্র্যাফিক আইন ভাঙলে কড়া পদক্ষেপ করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

গত কয়েক বছর ধরে বর্ষবরণের উৎসবে কলকাতার সঙ্গে পাল্লা দিচ্ছে সল্টলেক থেকে শুরু করে রাজারহাট এবং নিউ টাউন। বিশেষত, ইকো পার্ক, সল্টলেকের একাধিকবিনোদন পার্ক, বনবিতান, শীতের নানা মেলায় কয়েক লক্ষ মানুষ ভিড় করেন। এই পরিস্থিতিতে এক দিকে লেক টাউন, সল্টলেক,বাগুইআটি এবং কেষ্টপুর, অন্য দিকে নিউ টাউন এবং রাজারহাট এলাকায় থাকছে বিশেষ পুলিশি নজর। বিধাননগরের কয়েকটি থানা এলাকার হোটেল-রেস্তরাঁয় নজরদারি বাড়ানো হচ্ছে। পুলিশ সূত্রের খবর, লেজ়ার লাইটের ব্যবহার নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যেই প্রচারচালানো হয়েছে। নিয়ম ভাঙলে আইনি পদক্ষেপ করা হবে। বর্ষশেষের রাতে যশোর রোড, ভিআইপি রোড, বিশ্ব বাংলা সরণিতে অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন থাকবে। গোটা ব্যবস্থা তদারক করবেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা।

উৎসবের এই সময়ে অতীতে দেখা গিয়েছে, হেলমেট না পরে বাইক চালানো, তিন জন সওয়ারি নেওয়া, মত্ত অবস্থায় গাড়ি চালানোর মতো নানা ঘটনা ঘটেছে। এমন প্রবণতা কঠোর হাতে রুখতে তৈরি হচ্ছে পুলিশ। অপ্রীতিকর কোনও ঘটনা ঘটলে যাতে রেডিয়োফ্লাইং স্কোয়াড দ্রুত পৌঁছতে পারে, রাখা হচ্ছে সেই ব্যবস্থা। বিশেষ ভাবে জোর দেওয়া হচ্ছে মহিলাদের সুরক্ষার দিকে। এর জন্য সাদা পোশাকের পুলিশের পাশাপাশি, পথেথাকবে বিধাননগর পুলিশের মহিলা বাহিনী।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

New Year police

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy