Advertisement
E-Paper

‘পুলিশকে বোমা মারার ছক চাকরিহারা শিক্ষকনেতার’! ফোনালাপের অডিয়ো প্রকাশ করে দাবি বিধাননগর পুলিশের

এসএসসি ভবন অভিযানে পুলিশের উপর হামলার ছক কষা হয়েছে। ফোনালাপের একটি অডিয়ো প্রকাশ্যে এনে এমনটাই দাবি করল বিধাননগর পুলিশ কমিশনারেট। পুলিশ যে অডিয়োটি প্রকাশ্যে এনেছে, সেটির সত্যতা অবশ্য আনন্দবাজার ডট কম যাচাই করেনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ১৭:২০

—ফাইল চিত্র।

এসএসসি ভবন অভিযানে পুলিশের উপর হামলার ছক কষা হয়েছে। পুলিশকে লক্ষ্য করে বোমা হামলার পরিকল্পনা করেছেন চাকরিহারা শিক্ষককেরা! এমনকি আগুন লাগানোরও পরিকল্পনা করা হয়েছে। ফোনালাপের একটি অডিয়ো প্রকাশ্যে এনে এমনটাই দাবি করল বিধাননগর পুলিশ কমিশনারেট। পুলিশ যে অডিয়োটি প্রকাশ্যে এনেছে, সেটির সত্যতা অবশ্য আনন্দবাজার ডট কম যাচাই করেনি।

সোমবার এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের সংগঠন ‘চাকরিহারা যোগ্য শিক্ষক মঞ্চ’। সেই কর্মসূচি চলাকালীনই পুলিশের উপর হামলার ছক কষা হয়েছে বলে দাবি করলেন ডিসি বিধাননগর অনীশ সরকার। রবিবার সাংবাদিক বৈঠকে অনীশ জানান, ওই সংগঠনের সদস্য সুমন বিশ্বাস পুলিশি অনুমতি চেয়ে মেল পাঠিয়েছিলেন। কিন্তু পুলিশ ওই কর্মসূচির অনুমতি দেয়নি। এর পর হাতে ফোনে কথোপকথনের একটি রেকর্ডিং এসেছে। তা থেকেই বিক্ষোভকারীদের হামলার পরিকল্পনা সম্পর্কে জানা যায়।

পুলিশকর্তা বলেন, ‘‘আমরা কিছু হিংসাত্মক পরিকল্পনার কথা জানতে পেরেছি। একটা ছ’মিনিটের অডিয়ো হাতে এসেছে। তাতে হিংসাত্মক কিছু করার কথা বলা হচ্ছে।’’ সাংবাদিক বৈঠকে ফোনালাপের অডিয়োর কিছু অংশ শুনিয়ে ডিসি বিধাননগর জানান, একটি মামলা রুজু করা হয়েছে। তার ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে। ফোনে যে দুই ব্যক্তির মধ্যে কথোপকথনের অডিয়ো প্রকাশ্যে আনা হচ্ছে, সেই ব্যক্তিকে চিহ্নিতও করা গিয়েছে বলে জানিয়েছেন পুলিশকর্তা। অনীশ বলেন, ‘‘সংগঠনের সকলকে অনুরোধ, যাঁরা হিংসাত্মক কিছু করার চেষ্টা করছেন, তাঁদের চক্রান্তে পা দেবেন না।’’

যদিও পুলিশের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন চাকরিহারা সংগঠনের নেতা সুমন। তাঁর বক্তব্য, তাঁদের আন্দোলনকে কালিমালিপ্ত করতেই এ ভাবে চক্রান্ত করা হচ্ছে। সুমন বলেন, ‘‘রাজ্য সরকার চেষ্টা করছে যাতেই আন্দোলনটাকে নষ্ট করে দেওয়া যায়। আমরা তো অনেক দিন ধরেই আন্দোলন করছি। আমরা একেবারেই হিংসাত্মক আন্দোলনের পক্ষে নই। আর আমি এ সবের সঙ্গে মোটেই যুক্ত নই’’

অডিয়ো যে দু’জনের কথা শোনা গিয়েছে, তাঁদের কাউকে কি চেনেন সুমন? জবাবে তিনি বলেন, ‘‘একটু ভাল করে শুনলে হয়তো বলে দিতে পারব। এরা হয়তো সরকারেরই লোক। এরা আমায় গালিগালাজ করে। আবার পরক্ষণেই ফোন করে সাহায্য চায়।’’

Bengal SSC Recruitment Case Bidhannagar Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy