রাতের কলকাতায় বেপরোয়া বাইক চালাতে গিয়ে প্রাণ গেল সল্টলেকের এনআইএফটি-র এক ছাত্রের। আহত দুই ছাত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ছাত্রের নাম ঋষভ ভালোদিয়া। সে ঝাড়খণ্ডের পাকুড়ের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে আহত দুই যুবক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ হঠাৎই সল্টলেকের সুকান্তনগরে একটি মিষ্টির দোকানের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি বাইক। বাইকে আরোহী ছিলেন তিন জন। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই এলাকায় ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে আসে সল্টলেক (দক্ষিণ) থানার পুলিশও। গুরুতর জখম অবস্থায় তিন জনকেই স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ঋষভকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়রা জানায়, ঋষভই প্রচণ্ড গতিতে বাইক চালাচ্ছিল। পিছনে বসেছিল তাঁর দুই বন্ধু। সূত্রের খবর, আহত এক জনের নাম দীপঙ্কর মণ্ডল। সে মালদহের মানিকচক এলাকার বাসিন্দা। এখানে টেকনো ইন্ডিয়ায় পড়ত সে। আহত আরও একজন কর্ণ সাকসেনা উত্তরাখণ্ডের বাসিন্দা। ঋষভ আর কর্ণ দু’জনেই পড়ত এনআইএফটিতে। এদের প্রত্যেকেরই বয়স ২১ থেকে ২২ এর মধ্যে।