Advertisement
১৮ এপ্রিল ২০২৪

হাতাহাতির পরে বিজেপির থানা ঘেরাও

পুলিশ জানায়, রাতে মহিলা-সহ কিছু লোক বিজেপির পতাকা নিয়ে এক জায়গায় বসে সদস্য সংগ্রহ করছিলেন।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৯ ০৩:২১
Share: Save:

বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে রিজেন্ট পার্ক এলাকার শান্তিনগরে উত্তেজনা ছড়ায়। পরে বিজেপি-কর্মীরা রিজেন্ট পার্ক থানা ঘেরাও করেন। পরস্পরকে দোষারোপ করে তৃণমূল ও বিজেপি।

পুলিশ জানায়, রাতে মহিলা-সহ কিছু লোক বিজেপির পতাকা নিয়ে এক জায়গায় বসে সদস্য সংগ্রহ করছিলেন। কিছু লোক তাঁদের কটূক্তি করে বলে অভিযোগ। প্রতিবাদ করায় বচসা বাধে, হাতাহাতি হয়। ভাঙচুর করা হয় চেয়ার-টেবিল।

দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি এন মোহন রাও ঘটনাস্থলে যান। তাঁর নেতৃত্বে বিজেপি-কর্মীরা থানা ঘেরাও করেন। রাও বলেন, ‘‘আমাদের কর্মীরা সদস্য সংগ্রহ অভিযানে বেরিয়ে স্থানীয় বাসিন্দাদের বোঝাচ্ছিলেন। তখনই কয়েক জন তৃণমূলকর্মী আমাদের আক্রমণ করে। গালাগাল দেয়। তাদের ধরার দাবিতে আমরা থানা ঘেরাও করি।’’

এলাকাটি কলকাতা পুরসভার ১০ নম্বর বরোর ৯৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। তৃণমূল নেতা তথা স্থানীয় বরো চেয়ারম্যান তপন দাশগুপ্ত বলেন, ‘‘তৃণমূল গণতন্ত্রে বিশ্বাস করে। তৃণমূলের সদস্য-সংখ্যাও প্রচুর। বিজেপি সদস্য সংগ্রহ করলে তৃণমূলের কিছু যায়-আসে না। বিজেপির নিজেদের গোষ্ঠী-দ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে।’’

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Brawl TMC BJP Regent Park Police Station
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE