রামপুরহাট-কাণ্ড খতিয়ে দেখতে এ বার পাঁচ সদস্যের কমিটি গড়ল কেন্দ্রীয় বিজেপি। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা পাঁচ সদস্যের একটি ‘সত্যতা যাচাই কমিটি’ গড়েছেন। ওই দলের সদস্যেরা আগামী শুক্রবার বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে যাবেন। তাঁরা সেখান থেকে তথ্য সংগ্রহ করে যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় বিজেপি-কে রিপোর্ট জমা দেবেন।
ওই কমিটিতে রয়েছেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। এ ছাড়া রয়েছেন ভারতী ঘোষ। রয়েছেন বিজেপি-র উত্তরপ্রদেশের রাজ্যসভার সাংসদ ব্রজলাল। আছেন লোকসভার সাংসদ সত্যপাল সিংহ এবং রাজ্যসভার সাংসদ কেসি রমামূর্তি। উল্লেখ্য, সুকান্ত মজুমদার বাদে এই কমিটির বাকি চার সদস্যই প্রাক্তন আইপিএস অফিসার।
রাজ্য বিজেপি-র সভাপতি জানিয়েছেন, তিনি দিল্লিতে রয়েছেন। বুধবার বিকেল নাগাদ কলকাতায় পৌঁছে যাবেন। ভারতী ঘোষ এখন কলকাতাতেই রয়েছেন। কমিটির বাকি তিন সদস্য কলকাতায় এলে শুক্রবার সকালেই তাঁরা রামপুরহাটের বগটুইয়ে যাবেন।