Advertisement
০১ অক্টোবর ২০২৩

তিলজলায় ভরদুপুরে আবাসনে ফাটল বোমা, আতঙ্ক

রাজ্য জুড়ে একের পর এক রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেই চলেছে। সেই তালিকায় সর্বশেষ সংযোজন তিলজলা। রবিবার দুপুরে, তিলজলা থানার তিলজলা রোডের এক আবাসনের চারতলার ঘর থেকে হঠাৎ বোমা ফাটার বিকট শব্দ শোনা যায়। ওই ঘর থেকে মহম্মদ নাদিম নামে এক যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আরও একটি দেশি বোমা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ মে ২০১৫ ০৩:২৩
Share: Save:

রাজ্য জুড়ে একের পর এক রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেই চলেছে। সেই তালিকায় সর্বশেষ সংযোজন তিলজলা। রবিবার দুপুরে, তিলজলা থানার তিলজলা রোডের এক আবাসনের চারতলার ঘর থেকে হঠাৎ বোমা ফাটার বিকট শব্দ শোনা যায়। ওই ঘর থেকে মহম্মদ নাদিম নামে এক যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আরও একটি দেশি বোমা।

কিন্তু বসতি এলাকায় একটি আবাসনের ঘরে বোমা মজুত রাখা হয়েছিল, এ নিয়ে কেন আগে থেকে কোনও খবর পায়নি পুলিশ? এ নিয়ে প্রশ্ন করা হলে পুলিশকর্তারা অবশ্য কোনও মন্তব্য রাজি হননি।

ওই আবাসনের লোকজন ও স্থানীয় বাসিন্দারা জানান, এ দিন দুপুরে হঠাৎই প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা আবাসন। আতঙ্কিত বাসিন্দারা বেরিয়ে দেখেন, সিঁড়ি থেকে নেমে পালাচ্ছে কয়েক জন যুবক। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই আসে পুলিশ। আনা হয় পুলিশ কুকুরও।

ঘণ্টাখানেকের মধ্যে ওই এলাকা থেকেই ধরা পড়ে যায় শৈলেশ, সাব্বির ও নাজির নামে তিন অভিযুক্ত। এদের সকলেরই নামে বিভিন্ন থানায় আগে বিভিন্ন অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এক অভিযুক্ত এখনও পলাতক। তবে পুলিশ জানিয়েছে, ধৃতেরা মাঝেমধ্যেই ওই পলাতক অভিযুক্তের বাড়িতে আসত। এ দিন দুপুরে কোনও ভাবে বেকায়দায় হাত থেকে পড়ে গিয়ে একটি বোমা ফেটে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE