Advertisement
০৩ মে ২০২৪
Tourism fair

Tourism Fair 2022: ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বসেছে পর্যটন মেলা, মিলছে আকর্ষণীয় প্যাকেজ

শুক্রবার শুরু হওয়া মেলা চলবে রবিবার পর্যন্ত। আয়োজনে ‘ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’। সকাল ১১টা থেকে রাত ৮টা খোলা থাকছে মেলা প্রাঙ্গণ।

পর্যটন মেলা

পর্যটন মেলা

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ জুন ২০২২ ২১:৩৩
Share: Save:

কোভিডের তিন তিনটে ঢেউয়ের পর দেশ জুড়ে সংক্রমণ খানিক স্তিমিত হতেই প্রাক-অতিমারি পর্বের চেনা ছবি যেন ফিরে আসছে। ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হতে থাকায় গত দু’বছরের বন্দিদশা কাটিয়ে আবার ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে চাইছেন অনেকে। তাঁদের জন্য কলকাতায় বসল পর্যটন মেলা। আয়োজনে ‘ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’।

গত শুক্রবার (৩ জুন) কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পাশে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই পর্যটন মেলার উদ্বোধন হয়েছে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে মেলা প্রাঙ্গণ। ৫ জুন অর্থাৎ রবিবার পর্যন্ত মেলা চলবে। ব্লু আই ইন্ডিয়া আয়োজিত তিন দিনের এই পর্যটন মেলায় অংশগ্রহণ করেছে ওড়িশা, গুজরাত, কেরল, ঝাড়খণ্ড, বিহার, ছত্তীসগঢ়-সহ বিভিন্ন রাজ্যের বহু পর্যটন সংস্থা।

আর মাস তিনেকের মধ্যে রাজ্যে দুর্গাপুজো রয়েছে। অর্থাৎ লম্বা ছুটি। ওই সময় দিঘা, পুরী বা দার্জিলিঙের গণ্ডি পেরিয়ে কম-বেশি সকলেই দূরে কোথাও ঘুরতে যাওয়ার কথা পরিকল্পনা করেন। অনেকেই খোঁজেন নতুন জায়গা। তাঁদের কথা ভেবে ট্যুর-প্যাকেজে বিশেষ ছাড় দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে অনেক পর্যটন সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tourism fair Netaji Indoor Stadium
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE