Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৭ জানুয়ারি ২০২২ ই-পেপার

বৃদ্ধের গলাকাটা দেহ উদ্ধার জোড়াসাঁকোয়

নিজস্ব সংবাদদাতা
০৬ জুন ২০১৬ ০১:৫০

নিজের বাড়িতে মিলল এক বৃদ্ধের গলাকাটা মৃতদেহ। রবিবার, জোড়াসাঁকোর বলাই দত্ত স্ট্রিটে।

পুলিশ জানায়, তিনতলা বাড়িটি পেশায় কাঠ ব্যবসায়ী খুরশিদ আলম (৭০) নামে ওই বৃদ্ধের। বাড়ির নীচে তাঁর দোকান। খুরশিদ থাকতেন দোতলায়, তিনতলায় ভাড়াটেরা। এ দিন প্রায় সকাল ন’টা পর্যন্ত খুরশিদের ঘুম না ভাঙায় খোঁজ করতে যান কর্মচারী সাত্তার। ভেজানো দরজা ঠেলে তিনিই দেখেন, বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বৃদ্ধ। তখনই স্থানীয় ব্যবসায়ী শাহিদ আলমকে খবর দেন সাত্তার।

স্থানীয় বাসিন্দারা জানান, পঞ্চাশ বছর ধরে জোড়াসাঁকোয় বাস খুরশিদের। চার ছেলের মধ্যে এখানে থাকতেন ছোট ছেলে আমানত আলি। তাঁরা বেড়াতে যাওয়ায় খুরশিদ একাই ছিলেন। শনিবার রাত দেড়টা পর্যন্ত তাঁর সঙ্গে থাকা এক কর্মচারী ইব্রার আহমেদ জানান, খোশমেজাজেই ছিলেন বৃদ্ধ। সেজো ছেলে নিয়ামত আলির অভিযোগ, ‘‘দোকান নিয়ে বছরখানেক আগে আমাদের পারিবারিক ঝামেলা আদালত পর্যন্ত গড়ায়। হয়তো তাই আব্বাকে খুন হতে হল।’’ এলাকাবাসীরও অভিযোগ, দোকানে খুরশিদের সৎ ভাই আরমান আলির অংশ ছিল। বছরখানেক আগে খুরশিদ পুরো দোকান দখল করলে দুই পরিবারের মারপিটও হয়।

Advertisement

পুলিশ জানায়, বিহারের বাসিন্দা আরমান নিজের অংশ ভা়ড়া দিয়েছিলেন। খুরশিদ ভাড়াটেকে সরিয়ে দোকান দখল করেন বলে অভিযোগও দায়ের করেন আরমান। ডিসি (সেন্ট্রাল) অখিলেশ চতুর্বেদী বলেন, ‘‘মৃতের গলায় গভীর ক্ষত রয়েছে। যদিও অস্ত্র মেলেনি।’’ প্রাথমিক ভাবে অভিযুক্ত আরমান বিহারেই আছেন বলে জেনেছে পুলিশ।

আরও পড়ুন

Advertisement