এসএসকেএম হাসপাতালে ভর্তি বোলপুরের নির্যাতিতা এতটাই ট্রমাটাইজড যে নিজের যন্ত্রণার কথাও বলতে পারছেন না। মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে ভর্তির পর কিছু খেতেও চাইছিলেন না তিনি। আপাতত শারীরিক ভাবে স্থিতিশীল হলেও মানসিক ভাবে তিনি ভেঙে পড়েছে বলে জানান এক চিকিৎসক।
এসএসকেএম হাসপাতালের এইচডিইউ-তে ভর্তি রয়েছেন নির্যাতিতা। গতকাল হাসপাতালে আনার পর তাঁর শারীরিক পরীক্ষা করানো হয়। তখন চিকিৎসকরা লক্ষ করেন নির্যাতিতার রক্তপাত হচ্ছে। তা বন্ধ করতে অস্ত্রপোচার করা হয়। আপাতত অ্যান্টিবায়েটিক-সহ একাধিক ওষুধ দেওয়া হয়েছে তাঁকে। প্রয়োজনে রক্ত দেওয়া হতে পারে বলে জানান চিকিৎসক।
নির্যাতিতা মানসিক ভাবে ভেঙে পড়ায় কথা বলতে না চাইছে না। তাই গতকাল দু’জন মনোবিদ তাঁকে দেখে যান। বুধবারও সিনিয়র মনোবিদরা দেখতে আসবেন বলে সূত্রের খবর।