Advertisement
২৫ এপ্রিল ২০২৪

আজই আসল পরীক্ষা পুলিশের

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য শুক্রবার রাত থেকে বন্ধ করা হয়েছে ব্রেবোর্ন রোড উড়ালপুল। তবুও শনি ও রবিবার বড়বাজার এলাকায় যান চলাচল ছিল স্বাভাবিক। পরপর দু’দিন ঠিক মতো উতরে গেলেও সোমবারের যান-শাসন নিয়েই আশঙ্কায় রয়েছে কলকাতা পুলিশ।

ব্রেবোর্ন রোডের উড়ালপুল। ফাইল চিত্র।

ব্রেবোর্ন রোডের উড়ালপুল। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জুলাই ২০১৭ ০১:০২
Share: Save:

যানজট ঠেকাতে প্রথম দু’দিন সফল হলেও আজ, সোমবারটাই পাখির চোখ হিসেবে দেখছে লালবাজার।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য শুক্রবার রাত থেকে বন্ধ করা হয়েছে ব্রেবোর্ন রোড উড়ালপুল। তবুও শনি ও রবিবার বড়বাজার এলাকায় যান চলাচল ছিল স্বাভাবিক। পরপর দু’দিন ঠিক মতো উতরে গেলেও সোমবারের যান-শাসন নিয়েই আশঙ্কায় রয়েছে কলকাতা পুলিশ। তবে আজও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মরিয়া চেষ্টা চালাবে লালবাজার।

পুলিশ সূত্রের খবর, কলকাতা ট্র্যাফিক পুলিশের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী, হাওড়া থেকে দক্ষিণ কলকাতাগামী যে কোনও ধরনের ছোট গাড়ি ও ট্যাক্সি স্ট্র্যান্ড রোড দিয়ে চলাচল করতে পারবে না। ওই গাড়িগুলির বিদ্যাসাগর সেতু দিয়ে যাওয়ার কথা।

কিন্তু শনি ও রবিবার বেশিরভাগ ছোট গাড়ি ও ট্যাক্সি হাও়ড়া থেকে রবীন্দ্র সেতু হয়ে দক্ষিণ কলকাতার দিকে আসতে দেখা গিয়েছে বলে জানিয়েছে ট্র্যাফিক পুলিশ। যার জন্য রবিবার কোনও অসুবিধা না হলেও শনিবার স্ট্র্যান্ড রোডে গাড়ির চাপ তুলনায় বেশি ছিল। লালবাজার কন্ট্রোল সূত্রে খবর, হাওড়া থেকে শহরের দক্ষিণ কলকাতাগামী সমস্ত গাড়িকে রবীন্দ্র সেতুর পরিবর্তে বিদ্যাসাগর সেতু দিয়ে যাতে পাঠানো হয় সে বিষয়ে হাওড়া ট্র্যাফিক পুলিশকে জানানো হয়েছে।

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবারও গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য বড়বাজার তল্লাটের ২০টি রাস্তায় পার্কিং বন্ধ থাকবে। পাশাপাশি ব্রেবোর্ন রোড উড়ালপুলের নীচেও রাস্তার ধারে কোনও হকারকে বসতে দেওয়া হবে না। যান চলাচল স্বাভাবিক রাখতে আজ, সোমবারও সকাল থেকে বড়বাজারে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে। মালবাহী ছোট গাড়ি যাতে হাওড়া ব্রিজ দিয়ে যাতায়াত না করতে পারে সে দিকেও কড়া নজর দেবে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE