Advertisement
২৬ এপ্রিল ২০২৪

হকারও সরবে ব্রেবোর্ন রোডে

এ ছাড়া, উডবার্ন রোড থেকে স্ট্র্যান্ড রোড পর্যন্ত প্রায় ৫০ মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা সব দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। সেই সঙ্গে ওই এলাকায় যাতে কোনও হকার না বসেন, তা-ও দেখতে বলা হয়েছে। লালবাজারের একাংশের দাবি, এই সব ব্যবস্থা গ্রহণের ফলে সাত তারিখ দুপুরের পর থেকেই কার্যত সুনসান হয়ে যাবে ওই এলাকা।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য বন্ধ থাকবে ব্রেবোর্ন রোড উড়ালপুল। —নিজস্ব চিত্র।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য বন্ধ থাকবে ব্রেবোর্ন রোড উড়ালপুল। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৭ ১২:৩০
Share: Save:

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য চলতি সপ্তাহে তিন থেকে চার দিন কার্যত ‘বন্‌ধ’-এর চেহারা নেবে ব্রেবোর্ন রোড উড়ালপুল সংলগ্ন বড়বাজার এলাকা।

পুলিশ সূত্রে খবর, ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য গঙ্গার নীচে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ হয়েছে। কলকাতার দিকে ওই সুড়ঙ্গ খোঁড়ার কাজ হবে আগামী ৬ থেকে ১৩ জুলাই। মূলত তা হবে ব্রেবোর্ন রোড উড়ালপুলের নীচে। এ জন্য আগামী ৮, ৯ এবং ১০ জুলাই ওই রাস্তা গাড়ি চলাচলের জন্য বন্ধ থাকবে। পাশাপাশি ওই তিন দিন উড়ালপুলের নীচে গাড়িও দাঁড় করানো যাবে না। কাজের দিনে কয়েকশো গাড়ি ওই এলাকায় রাখা হয়। সূত্রের খবর, ওই অংশের বদলে পোস্তার দিকে গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়া, উডবার্ন রোড থেকে স্ট্র্যান্ড রোড পর্যন্ত প্রায় ৫০ মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা সব দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। সেই সঙ্গে ওই এলাকায় যাতে কোনও হকার না বসেন, তা-ও দেখতে বলা হয়েছে। লালবাজারের একাংশের দাবি, এই সব ব্যবস্থা গ্রহণের ফলে সাত তারিখ দুপুরের পর থেকেই কার্যত সুনসান হয়ে যাবে ওই এলাকা। যা ‘বন্‌ধ’-এর সামিল বলেই মনে করা হচ্ছে।

পুলিশ জানায়, ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার জন্য স্ট্র্যান্ড রোডের দু’টি বহুতলের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল আগেই। তাঁদের মহাত্মা গাঁধী রোডের একটি হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে। ওই দু’টি বহুতলে প্রায় ১৬০ জন থাকেন। তাঁদের আগামী বৃহস্পতিবারের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার এ ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক দফা বৈঠকও হয়েছে পুলিশ এবং মেট্রো রেল কর্তৃপক্ষের।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, ৭ জুলাই রাত থেকেই হাওড়ার দিক থেকে কোনও গাড়িকে ব্রেবোর্ন রোড উড়ালপুলে উঠতে দেওয়া হবে না। ৮, ৯ এবং ১০ জুলাই ব্রেবোর্ন রোড বন্ধ থাকায় স্ট্র্যান্ড রোডের উভয় দিক দিয়ে গাড়ি চলবে। তাই ওই রাস্তায় গাড়ি দাঁড় করানো যাবে না। রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে স্ট্র্যান্ড রোড দিয়ে কোনও মালবাহী গাড়িও চলতে দেওয়া হবে না। পুলিশের একাংশ জানিয়েছে, কিছু ছোট গাড়িকে স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে যাওয়ার অনুমতি দেওয়া হলেও হাওড়াগামী অধিকাংশ গাড়ি এবং বাসকে ওই তিন দিন বিদ্যাসাগর সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

মেট্রো সূত্রের খবর, বি বা দী বাগ পৌঁছনোর জন্য কয়েক দফায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর মাটির নীচের সুড়ঙ্গ খোঁড়ার কাজ হবে। তারই প্রথম দফা হচ্ছে ব্রেবোর্ন রোড উড়ালপুলের নীচে। পরবর্তী দফার কাজ কবে শুরু হবে, তা এখনও ঠিক হয়নি। তবে ওই কাজের জন্য ব্রেবোর্ন রোড, পুরুষোত্তম রায় রোড, স্ট্র্যান্ড রোড, আর্মেনিয়ান রোড, নেতাজি সুভাষ রোডের গোটা পঁচিশেক বাড়ি খালি করা হবে বলে রেলের তরফে পুলিশকে প্রাথমিক ভাবে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE