Advertisement
১৯ এপ্রিল ২০২৪

নিরামিষের বদলে মাংস, রেস্তরাঁয় গন্ডগোল

নিরামিষের বদলে পাতে পড়েছিল মাংসের পদ। তার জেরেই রেস্তরাঁয় বেধে গেল গোলমাল। অভিযোগ গড়াল লালবাজার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ খাদ্যের গুণমান নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই পর্যন্ত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৮ ০১:১১
Share: Save:

নিরামিষের বদলে পাতে পড়েছিল মাংসের পদ। তার জেরেই রেস্তরাঁয় বেধে গেল গোলমাল। অভিযোগ গড়াল লালবাজার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ খাদ্যের গুণমান নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই পর্যন্ত। শনিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার ক্যামাক স্ট্রিটের একটি রেস্তরাঁয় ওই ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, নিরামিষ খাবারের অর্ডার দিয়েছিলেন রোহিত বাবেলা নামে এক ব্যক্তি ও তাঁর তিন বন্ধু। অভিযোগ, রেস্তরাঁয় তাঁদের পাতে পড়ে মাংসের একটি পদ। এর প্রতিবাদ করলে রেস্তরাঁকর্মীদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। এমনকি প্লেট ভাঙচুরও হয় বলেই জানায় পুলিশ। শনিবার রাতে ওই রেস্তরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেন বাবেলা ও তাঁর বন্ধুরা।

রোহিতের অভিযোগ, ‘‘আমরা নিরামিষাশি। ভেজের দু’টি পদ অর্ডার দেওয়া সত্ত্বেও প্লেটে মাংস ছিল।’’ রেস্তরাঁর কর্ণধার অরবিন্দ সিংহ শেঠি বলেন, ‘‘তখন বাড়িতে ছিলাম। ফোন পেয়ে রেস্তরাঁয় যাই। অভিযোগ ভিত্তিহীন। ফাঁসানোর জন্য এটা পূর্ব পরিকল্পিত।’’ প্লেট ভাঙচুরের কারণে তিনিও পুলিশে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।

রেস্তরাঁর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ। বাবেলা জানান, খাদ্যের মান যাচাইয়ে তাঁরা অনলাইনে এফএসএসএআই-র কাছে অভিযোগ জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Brawl Restaurant Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE