দেখা হবে পুরো ফুটেজ
নিজস্ব সংবাদদাতা
সিসিটিভি-র ফুটেজেই শিশু নিগ্রহের ঘটনা সামনে এসেছে। লেকটাউনে সেই শিশু নিগ্রহের ঘটনায় তাই সিসিটিভি-র ফুটেজের ফরেন্সিক পরীক্ষা করাতে চলেছে সল্টলেক পুলিশ। ধৃত পূজা সিংহ ঘটনার দিন ওই শিশুটির বাড়িতে যতক্ষণ ছিলেন, ততক্ষণের পুরো ফুটেজ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সল্টলেকের এক পুলিশকর্তা। শনিবার আদালতে দাঁড়িয়ে পূজা অভিযোগ করেছিলেন, ঘটনার দিন অর্থাৎ ২২ জুলাই দুপুরে তিনি শিশুটিকে পড়াতে গিয়েছিলেন। সেই ফুটেজ পুরো দেখানো হয়নি। পূজার পরিবারের অভিযোগ, নিগ্রহের ঘটনার পরেও ১ ঘণ্টা পূজাকে আটকে রাখা হয়েছিল। সল্টলেকের এক পুলিশকর্তা জানান, শিশু নিগ্রহের অভিযোগের সত্যতা প্রমাণ ও ঘটনার আগে-পরে ঠিক কী হয়েছিল, তা জানতে ফুটেজটি অন্যতম ভরসা। তাই সেটির ফরেন্সিক পরীক্ষা করানো হবে। এ দিকে, শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হলেও তাকে অবিলম্বে মনোবিদের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকেরা। তাই ওই শিশুটির দ্রুত কাউন্সেলিং করানো হবে বলে তার পরিবারের তরফে জানানো হয়েছে।
মহিলাকে জব্দ করতে মেট্রোয় হুমকি-ফোন
মেট্রো রেলের সিকিওরিটি কন্ট্রোলে উড়ো ফোন করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম পলাশ পুরকায়স্থ। দক্ষিণ ২৪ পরগনার রামনগরের ওই বাসিন্দা একটি সংস্থার গাড়িচালক। জেরার মুখে পলাশ স্বীকার করেছে, এক মহিলাকে জব্দ করতেই তাঁর নামে কেনা সিমকার্ড ব্যবহার করে উড়ো ফোন করেছিল সে। শনিবার পুরুষকণ্ঠের উড়ো ফোনে মেট্রো উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, ফোনটি করা হয়েছে বারুইপুরের বাসিন্দা এক মহিলার মোবাইল থেকে। রবিবার পলাশ ধরা পড়ে ধর্মতলা বাসস্ট্যান্ডে। পুলিশি সূত্রের খবর, পলাশের সঙ্গে ওই মহিলার মনোমালিন্য হয়েছিল। প্রতিশোধ নিতেই উড়ো ফোন করে ওই যুবক। মাস তিনেক আগেও সে মেট্রোয় ফোন করে আতঙ্ক ছড়িয়েছিল। তখন তাকে ধরা যায়নি।
ভিসা জাল
জাল ভিসা নিয়ে বিদেশ যাওয়ার অভিযোগে গ্রেফতার হলেন সাত যাত্রী। পুলিশ জানায়, অভিযুক্তেরা নদিয়ার বাসিন্দা। তাঁরা কলকাতা থেকে দুবাই যান। দুবাই বিমানবন্দরে জাল ভিসার বিষয়টি ধরা পড়ে। তাঁদের ফেরত পাঠানো হয়।
উৎসবের রং। ঈদের আগে শেষ রবিবারে, নিউ মার্কেট এলাকায়। ছবি: সুদীপ্ত ভৌমিক