মণীন্দ্রচন্দ্র কলেজে স্থায়ী হলেন অধ্যক্ষ মন্টুরাম
নিজস্ব সংবাদদাতা
লিখিত প্রতিশ্রুতি দিয়ে অবশেষে মণীন্দ্রচন্দ্র কলেজের অধ্যক্ষ পদে স্থায়ী হলেন মন্টুরাম সামন্ত। মন্টুরামবাবুর বিরুদ্ধে কলেজের আর্থিক হিসেব-নিকেশে গরমিল, ক্লাস না নেওয়ার মতো অভিযোগ ছিল। পরিচালন সমিতির অনুমতি না নিয়েই তিনি কলেজ তহবিলের কিছু টাকা বেআইনি ভাবে কলেজের কাজে খরচ করেছিলেন বলেও অভিযোগ। কলকাতা বিশ্ববিদ্যালয় ও রাজ্য শিক্ষা অধিকর্তা অভিযোগের তদন্ত করে। সূত্রের খবর, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। সে জন্যই মাস খানেক আগে পরিচালন সমিতি বৈঠক করে মন্টুরামবাবুকে অধ্যক্ষ পদে স্থায়ী না করার সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন মন্টুরামবাবু। আদালত নির্দেশ দেয়, অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ কলেজ পরিচালন সমিতিকেই তদন্ত করে দেখতে হবে। সূত্রের খবর, তদন্ত শুরুর আগেই মন্টুরামবাবু পরিচালন সমিতিকে চিঠি দিয়ে জানান, অধ্যক্ষ হিসেবে তিনি অনভিজ্ঞ। তাই না বুঝে কিছু কাজ করেছেন। ভবিষ্যতে আর গোলমাল হবে না বলেও ওই চিঠিতে জানান তিনি। মন্টুবাবুর এই লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পরে শুক্রবার কলেজের পরিচালন সমিতির বৈঠকে মন্টুরামবাবুকে স্থায়ী করার সিদ্ধান্ত হয়। যোগাযোগ করা হলে মন্টুরামবাবু অবশ্য এ নিয়ে মন্তব্য করতে চাননি।
শিক্ষা মেলা
ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে শনিবার ধর্মতলার একটি পাঁচতারায় ‘এডুকেশন ইউএসএ ফেয়ার’-এর আয়োজন করা হয়েছিল। আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে সেখানে কী কী সুযোগ সুবিধা পাওয়া যায়, তা পড়ুয়াদের জানাতে আমেরিকার ২৩টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ওই মেলায় হাজির ছিলেন। উপস্থিত ছিলেন এ রাজ্যের স্নাতক ও স্নাতকোত্তরের বহু পড়ুয়াও। পশ্চিমবঙ্গ কারিগরি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েক জন ছাত্রছাত্রীও এই মেলায় যোগ দেন। অনুষ্ঠানের উদ্যোক্তা মার্কিন দূতাবাসের শিক্ষা পরিষদ জানিয়েছে, দেশের পাঁচটি শহরে গত দু’বছর ধরে এই মেলা হয়ে আসছে।