Advertisement
E-Paper

টুকরো খবর

শিক্ষামূলক ভ্রমণে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন সুরেন্দ্রনাথ কলেজের একদল পড়ুয়া। শনিবার শিলং থেকে প্রায় ৭০ কিমি দূরে মালিগাঁও যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। কলেজের অধ্যক্ষ চিন্ময়শেখর সরকার জানান, ২৮ অক্টোবর ভূগোল তৃতীয় বষের্র ৭৩ জন পড়ুয়া এবং ৮ জন শিক্ষক-শিক্ষিকা শিলংয়ে রওনা দেন। ৫ নভেম্বর তাঁদের ফেরার কথা। খবর পেয়ে শনিবার কলেজের দুই কর্মী শিলংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৪ ০০:০৯

বেড়াতে গিয়ে আহত শিক্ষক, কলেজ-পড়ুয়ারা
নিজস্ব সংবাদদাতা

শিক্ষামূলক ভ্রমণে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন সুরেন্দ্রনাথ কলেজের একদল পড়ুয়া। শনিবার শিলং থেকে প্রায় ৭০ কিমি দূরে মালিগাঁও যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। কলেজের অধ্যক্ষ চিন্ময়শেখর সরকার জানান, ২৮ অক্টোবর ভূগোল তৃতীয় বষের্র ৭৩ জন পড়ুয়া এবং ৮ জন শিক্ষক-শিক্ষিকা শিলংয়ে রওনা দেন। ৫ নভেম্বর তাঁদের ফেরার কথা। খবর পেয়ে শনিবার কলেজের দুই কর্মী শিলংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ওই দলে থাকা শিক্ষক বলরাম পাল জানান, শনিবার তাঁরা তিনটি ছোট বাসে রওনা হন। একটি বাঁকে এসে মাঝের বাসটি রাস্তার উপরেই উল্টে যায়। ২৮ জন কমবেশি আহত হন। তাঁদের মধ্যে পাঁচ ছাত্রছাত্রী এবং অর্পিতা পাল নামে এক শিক্ষিকার আঘাত বেশি। আহতদের নাম বলরাম বারুই, শুভঙ্কর নস্কর, সঞ্চারী চট্টোপাধ্যায়, সৈকত দাঁ এবং বাপ্পাদিত্য চক্রবর্তী। সকলকেই চিকিত্‌সার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বলরামবাবু আরও জানান, কারও চোট খুব গুরুতর নয়। সকলেরই বাড়ির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে এই দুর্ঘটনার জন্য ফেরার দিনের পরিবর্তন হচ্ছে না। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, মুখ্যসচিবকে পুরো বিষয়টি জানানো হয়েছে। প্রতি মুহুর্তে ওখানকার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি আহতদের চিকিত্‌সা এবং ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতার আবেদনও তাঁর কাছে করা হয়েছে।

গয়না চুরি, ধৃত শিক্ষিকা

আলমারির লকার ভেঙে সোনার গয়না চুরির অভিযোগে গ্রেফতার করা হল এক গৃহশিক্ষিকাকে। পুলিশ জানিয়েছে, ধৃত কীর্তি মুন্ডার বাড়ি গণেশ টকিজে। বুধবার জোড়াবাগান থানার পুলিশ ওই বাড়ি থেকেই গ্রেফতার করে তাঁকে। শুক্রবার সেখান থেকেই উদ্ধার হয় চুরি যাওয়া গয়না। পুলিশ সূত্রে খবর, বি কম পাশ করে গৃহশিক্ষিকার পেশা শুরু করেছিলেন ওই তরুণী। প্রায় পাঁচ মাস আগে ফেসবুকে তাঁর সঙ্গে পরিচয় হয় উত্তর কলকাতার আহিরিটোলা স্ট্রিটের বাসিন্দা প্রদীপ বালাসিয়ার সঙ্গে। সেই সুবাদে কম্পিউটর ব্যবসায়ী প্রদীপবাবু তাঁর সাত বছরের ছেলেকে পড়ানোর জন্য কীর্তিকে গৃহশিক্ষিকা হিসেবে নিয়োগ করেন। সোমবার জোড়াবাগান থানায় প্রদীপবাবু অভিযোগ করেন, ওই দিন বিকেলে দোতলার ঘরে যখন তাঁর ছেলেকে পড়াচ্ছিলেন কীর্তি, তখন চা করার জন্য নীচের তলায় আসেন প্রদীপবাবুর স্ত্রী। অভিযোগ, ওই সময়ে ছেলে শৌচাগারে গেলে কীর্তি ওই ঘরের দরজা বন্ধ করে আলমারির লকার ভেঙে গয়না চুরি করেন। অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালানো হয় তাঁর বাড়িতে। উদ্ধার হয় চুরি যাওয়া গয়না।

অটোচালকদের সচেতনতা বাড়াতে পুলিশি-উদ্যোগ

অটোচালকদের সচেতনতা বাড়াতে ফের উদ্যোগী হল কলকাতা পুলিশ। শনিবার টালা এলাকার মোহিত মৈত্র মঞ্চে অটোচালকদের নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করে শ্যামবাজার ট্রাফিক গার্ড। এ দিন তা পরিচালনা করেন ওই ট্রাফিক গার্ডের ওসি সজল দত্ত। এর আগে জুলাই মাসে অটোচালকদের সচেতনতা বাড়াতে পুলিশের এমনই এক শিবিরের পাশাপাশি টালিগঞ্জ-গড়িয়া রুটের অটো ইউনিয়ন ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অব উইমেন স্টাডিজ’-এর তরফে পুস্তক বিলি করা হয়। প্রায়ই যাত্রী নিগ্রহের অভিযোগ ওঠে অটোচালকদের বিরুদ্ধে। এক ট্রাফিক কর্তা জানান, যাত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত, সে বিষয়ে সচেতন করতেই এই শিবির। এ দিন সকাল সাড়ে ন’টা থেকে শুরু হয় শিবির, চলে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত। ট্রাফিক কর্তাদের দাবি, বেলগাছিয়া-লেকটাউন, আরজিকর ৩০এ বাস টার্মিনাস-সহ বিভিন্ন রুটের অটোচালকেরা হাজির ছিলেন শিবিরে। যাত্রীদের সঙ্গে ভাল ব্যবহারের পাশাপাশি যাত্রীরা রাস্তায় কোনও অসুবিধায় পড়লে অটোচালকদেরই যে পাশে দাঁড়াতে হবে, তা-ও তাঁদের বোঝান ট্রাফিক কর্তারা। দমদম-চিড়িয়ামোড় রুটের এক অটোচালক আপ্পা বণিক জানান, ট্রাফিক আইন মানা কেন জরুরি তা-ও এ দিন বোঝান পুলিশ কর্তারা।

ডাকাতির ঘটনায় ধৃত আরও ২

ভবানীপুরের একটি ডাকাতির ঘটনায় কিছুদিন আগে ধরা পড়েছিল দুই ছাত্র। শনিবার ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তালতলা থানা এলাকা থেকে ধরা পড়ল তাদেরই সঙ্গী দুই যুবক। ধৃতদের নাম শাহনওয়াজ আলি ও সাহিল ওয়ারসি। পুলিশ জানায়, ১৭ অক্টোবর স্কুলশিক্ষিকা সঙ্গীতা খালসার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় তিন দুষ্কৃতী। পুলিশ প্রথমে ছিনতাইয়ের মামলা রুজু করে তদন্ত শুরু করে। পুলিশের দাবি, তদন্তে তাঁরা জানতে পারে ডাকাতির উদ্দেশ্যেই ওই শিক্ষিকাকে আঘাত করে ব্যাগ নিয়ে চম্পট দিয়েছিল ধৃতেরা। পুলিশ জানায়, ধৃত দুই ছাত্রকে জেরা করে শাহনওয়াজের সন্ধান মেলে। তার কাছ থেকে সাহিলের নাম মেলে। সাহিলের কাছ থেকে খোয়া যাওয়া মোবাইলটিও উদ্ধার হয়েছে।

ওয়াটার ট্যাক্সি উল্টে মৃত এক

হাওড়া ব্রিজের নীচে ওয়াটার ট্যাক্সি উল্টে মৃত এক। নিখোঁজ আরও তিন। পুলিশ জানিয়েছে, বারো জন যাত্রী নিয়ে হাওড়া ব্রিজের নীচে ওয়াটার ট্যাক্সিটি উল্টে যায়। এর পরে আর্মেনিয়ান ঘাটে এসে আটকে যায়। ঘাট লাগোয়া বাসিন্দারাই প্রথমে উদ্ধার কার্যে হাত লাগান। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল। আট জনকে উদ্ধার করেন তাঁরা। কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে এক জনকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের পরিচয় জানা যায়নি।

গ্রিল ভেঙে চুরি

জানালার গ্রিল ভেঙে চুরি হল একটি বাড়িতে। শুক্রবার রাতে, দমদমের গোরক্ষবাসী রোডে। গৃহকর্তা সোমনাথ দাসের অভিযোগ, তাঁর দু’টি ক্যামেরা এবং একটি মোবাইল ফোন চুরি হয়েছে। পুলিশ জানায়, রাত তিনটে নাগাদ ঘরে নড়াচড়ার শব্দে সোমনাথবাবুর স্ত্রীর ঘুম ভেঙে যায়। তাঁর চিত্‌কারে দুষ্কৃতীরা ওই ঘর থেকে পালিয়ে পাশের ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। পরে ওই ঘর খুলে সোমনাথবাবু দেখেন, ঘরের জানালার গ্রিল ভাঙা। পুলিশের সন্দেহ, দুষ্কৃতীরা স্থানীয়। তবে, এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

বস্তিতে আগুন

আগুন লাগল বস্তির একটি ঘরে। শনিবার, ট্যাংরা থানা এলাকার ক্রিস্টোফার রোডে। পুলিশ ও দমকল সূত্রে খবর, সন্ধ্যায় অমল দাস নামে এক ব্যক্তির ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। স্থানীয়েরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আগুন ছড়িয়ে পড়ে লাগোয়া একটি ঘরেও। দমকলের পাঁচটি ইঞ্জিন গিয়ে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নেভায়। অমলবাবুর ঘরের প্রায় সব আসবাবই আগুনে পুড়ে গিয়েছে। আংশিক পুড়ে গিয়েছে লাগোয়া ঘরটিও। কী কারণে আগুন লাগল তা দমকল কর্মীরা এখনও জানাতে পারেননি।

দুর্ঘটনায় মৃত ১

ট্যাক্সির ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। শনিবার, রামনাথ পাল লেন ও সার্কুলার গার্ডেনরিচ রোডের সংযোগস্থলে। মৃতার নাম দুর্গা মন্ডল (৪৮)। বাড়ি কার্ল মার্কস সরণীতে। পুলিশ জানায়, এ দিন ভোরে রাস্তা পার হওয়ার সময়ে একটি ট্যাক্সি দুর্গা দেবীকে ধাক্কা মারে। এসএসকেএম হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ট্যাক্সি-সহ চালক পলাতক।


...আছে তো হাতখানি: মেরুদণ্ডের সমস্যায় আক্রান্ত রোগীদের এক আনন্দ-অনুষ্ঠানে সৌমিত্র চট্টোপাধ্যায়
ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শনিবার, রাজারহাটের রবীন্দ্রতীর্থে। ছবি: সুদীপ্ত ভৌমিক


রকবাজি। শনিবার, ভিক্টোরিয়ায়। শুভাশিস ভট্টাচার্যের তোলা ছবি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy