Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Murder

ভরদুপুরে শহরে চপারে মাথা কেটে উল্লাস করল খুনি

ঘটনাস্থল রাজাবাগান এলাকার শ্যামপুকুর লেন। শনিবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটে।

এই ব্যক্তিকেই কুপিয়ে খুন করা হয়েছে।—নিজস্ব চিত্র।

এই ব্যক্তিকেই কুপিয়ে খুন করা হয়েছে।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮ ১৯:৪৩
Share: Save:

ঘিঞ্জি এলাকা। ভর দুপুরে রাস্তায় প্রচুর ভিড়। হঠাৎই একটি দোকানের পাশে দেখা গেল, এক ব্যক্তি রাস্তায় পড়ে রয়েছেন। ধড়-মুন্ডু আলাদা। ফিনকি দিয়ে রক্ত বেরচ্ছে। পাশে চপার হাতে দাঁড়িয়ে রয়েছে এক যুবক!

ঘটনাস্থল রাজাবাগান এলাকার সিমপুকুর লেন। শনিবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটে।এই দৃশ্য দেখে কার্যত হকচকিয়ে যান পথচলতি মানুষ। তাঁদেরই মধ্যে বশির নামের এক যুবক চপার হাতে ওই যুবককে আটকাতে যান।তাঁর হাতেও পড়ে চপারের কোপ।পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে, এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়।

মৃতের নাম ইশামুল হক ওরফে চুন্নু মিঞা (৪৮)। তাঁরবাড়ি শ্যামপুকুর এলাকাতে। এই ঘটনায় গ্রেফতার করা হয় কালাম কুরেশি নামে এক ব্যক্তিকে। কেন তাঁকে এভাবে মাঝ রাস্তায় গলা কেটে খুন করা হলে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও স্থানীয় সূত্রে খবর, পুরনো শত্রুতার কারণেই চুন্নুকে খুন করা হয়েছে। অভিযুক্ত যুবককে উত্তেজিত জনতা মারধর করে। পরে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে সে জানিয়েছে, তার স্ত্রীকে নাকি উত্যক্ত করতেন চুন্নু মিঞা। তাই তাঁকে খুন করেছে।

আরও পড়ুন: ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, ৩ দিন কলকাতায় ভালই ঠান্ডা, তার পর বাড়বে তাপমাত্রা

আরও পড়ুন: ভারতে ভুয়ো খবর ছড়াতে বেশি তৎপর হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলিই, প্রকাশ রিপোর্টে

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এদিন চুন্নু রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন কালাম কুরেশি তাঁর উদ্দেশে গালাগালি করেন। কেন তাঁকে এভাবে গালাগালি দেওয়া হল, তা জানতে এগিয়ে যান চুন্নু। তখনই চপার দিয়ে তাঁর গলায় কোপ মারে কালাম।

খবর পেয়েই ঘটনাস্থলে যান উপনগরপাল (বন্দর) সৈয়দ ওয়াকার রেজা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে। উত্তেজিত জনতা এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিশাল পুলিশ নামানোর পর, ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করা হয়। পরে রেজা বলেন, ‘‘এই ঘটনায় মহম্মদ কালাম কুরেশিকে গ্রেফতার করা হয়েছে। আর অভিযুক্ত পলাতক। কেন খুন করা হল খতিয়ে দেখা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murder Crime Kolkata Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE