প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং দূষণ নিয়ন্ত্রণে শুধু ইঞ্জিনিয়ারদের বড় ভূমিকা রয়েছে। তাই, প্রযুক্তিকে পৃথিবীর কল্যাণে ব্যবহার করতে আগ্রহী পড়ুয়ারা এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়টি নিয়ে পড়াশোনা করতে পারেন। থিয়োরি নির্ভর পড়াশোনাকে হাতেকলমে প্রয়োগের কৌশল শেখানো হয় এই বিষয়ে।
দ্বাদশ থেকেই প্রস্তুতি শুরু:
উচ্চ মাধ্যমিক স্তরেই যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, তারা এই বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারে। এ জন্য একাদশ এবং দ্বাদশে পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, গণিত, ভূগোলের মতো বিষয় থাকা প্রয়োজন। পাশাপাশি, সুস্থায়ী উন্নয়ন, ফিল্ড ওয়ার্ক, পরিবেশ সচেতনতার মতো বিষয়ে আগ্রহ থাকতে হবে।
উচ্চশিক্ষায় বিষয় নির্বাচন:
এ দেশে স্নাতক স্তরে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কিংবা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। মূলত এই কোর্সগুলির মাধ্যমে প্রযুক্তির সাহায্যে পরিবেশের ভারসাম্য বজায় রাখা, বর্জ্য ব্যবস্থাপনা, দূষণ প্রতিরোধ, এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট নিয়ে পড়াশোনার সুযোগ পাওয়া যায়।
স্নাতকোত্তর স্তরে বিষয়বস্ত সম্পর্কে আরও বিশদে শিখে নিতে পারবেন। সে জন্য এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়েও পড়াশোনা করা যেতে পারে। আবার কেউ চাইলে সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট কিংবা ক্লাইমেট সায়েন্স নিয়েও ভর্তি হতে পারবেন। এই সমস্ত কোর্সের মাধ্যমে পুর্নবিকরণযোগ্য শক্তি উৎপাদন, কার্বন ফুটপ্রিন্ট অ্যানালিসিস, আরবান সাস্টেনিবিলিটি, ক্লাইমেট মডেলিং নিয়ে শেখার সুযোগ মেলে।
কোথায় পড়ানো হয়?
খড়্গপুর, দিল্লি, বোম্বে-সহ সমস্ত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) প্রতিষ্ঠানে উল্লিখিত বিষয়টি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। এ ছাড়াও ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) ত্রিচি, সুরথকল, ওয়ারঙ্গল; ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ও সংশ্লিষ্ট বিষয়টি স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়িয়ে থাকে।
প্রবেশিকায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন:
ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে এই বিষয় নিয়ে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের জয়েন্ট এন্ট্রানস্ এগ্জ়ামিনেশন কিংবা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট-এ উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণদেরও উল্লিখিত বিষয়ে পড়ার সুযোগ দেয়।
কোন কোন পদে চাকরির সুযোগ?
উল্লিখিত বিষয়ে ডিগ্রি অর্জনের পর কেন্দ্রীয় মন্ত্রক কিংবা রাজ্য সরকারি সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানে সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার ছাড়াও পরামর্শদাতা পদে চাকরির সুযোগ রয়েছে। এ ছাড়াও পলিউশন কন্ট্রোল অফিসার, সাস্টেনেবিলিটি অ্যানালিস্ট, এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড সেফটি অফিসার পদেও নিয়মিত ভাবে নিয়োগ করা হয়ে থাকে।