বিধানসভা এলাকায় বিধায়কদের নিরাপত্তারক্ষীদের প্রবেশাধিকার সংক্রান্ত মামলায় সচিবের সিদ্ধান্ত নিয়ে সরাসরি কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট। তবে উচ্চ আদালত জানাল, সেখানে সব রাজনৈতিক দলের জন্য সমান নিয়ম হওয়া উচিত। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, বিধানসভার সচিব যে রিপোর্ট দিয়েছেন, তা সকল সদস্যের জন্য প্রযোজ্য। এবং তা যাতে মেনে চলা হয়, সেটা সচিবকেই নিশ্চিত করতে হবে বলে জানান বিচারপতি।
এই মামলায় বিধানসভার সচিব রিপোর্ট দিয়ে জানিয়েছিলেন, নিরপত্তারক্ষী নিয়ে মন্ত্রী, বিধায়ক-সহ সকল সদস্যের জন্য নোটিস রয়েছে। ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে কেউ বিধানসভার অন্দরে প্রবেশ করতে পারবেন না।
তৃণমূল বিধায়কদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভা এলাকার মধ্যে প্রবেশ করার অনুমতি রয়েছে। অথচ বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের ভিতরে ঢোকার অনুমতি নেই। তাঁদের বিধানসভার বাইরের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। এই অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই মামলাতেই বৃহস্পতিবার আদালত জানায়, নিরাপত্তারক্ষী নিয়ে আদালত সরাসরি কোনও হস্তক্ষেপ করবে না। তবে সকলের জন্য নিয়ম সমান হওয়া উচিত।
বিরোধী দলনেতা শুভেন্দু-সহ বিজেপি বিধায়কদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী রয়েছে। বিধানসভার ভিতরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাকর্মীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা রয়েছে। অন্য দিকে, বিজেপির অভিযোগ, তৃণমূল বিধায়কেরা পুলিশি নিরাপত্তা নিয়েই বিধানসভায় প্রবেশ করেন। স্পিকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু।