Advertisement
১৮ মে ২০২৪

কর বকেয়া থাকলে জানাতেই হবে, নির্দেশ আদালতের 

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যানসার শল্য চিকিৎসক জয়েশ ঝা ২০১৭ সালে সিন্ডিকেট ব্যাঙ্কের নিলাম থেকে বেলেঘাটার একটি ফ্ল্যাট কেনেন।

কর বকেয়া নির্দেশিকা আদালতের। ছবি: সংগৃহীত।

কর বকেয়া নির্দেশিকা আদালতের। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৯ ০১:৪২
Share: Save:

কেউ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কোনও সম্পত্তি নিলামে কিনলে, তার কর বকেয়া আছে কি না, ক্রেতাকে জানানো ব্যাঙ্ক কর্তৃপক্ষের কর্তব্য বলে জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষকে শুক্রবার বিচারপতি বসাক নির্দেশ দেন, বেলেঘাটার একটি সম্পত্তি কেনার পরে কলকাতা পুরসভা ক্রেতার কাছ থেকে বকেয়া যে কর আদায় করেছেন, সেই টাকা ক্রেতাকে ফেরত দিতে হবে।

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যানসার শল্য চিকিৎসক জয়েশ ঝা ২০১৭ সালে সিন্ডিকেট ব্যাঙ্কের নিলাম থেকে বেলেঘাটার একটি ফ্ল্যাট কেনেন। ওই চিকিৎসকের আইনজীবী কল্লোল বসু জানান, কিছু দিন পর থেকেই কলকাতা পুরসভা কর্তৃপক্ষ তাঁর মক্কেলকে বারবার চিঠি দিয়ে জানাতে থাকেন, ওই ফ্ল্যাটের পুর কর বাবদ বকেয়া দু’লক্ষ ৭২ হাজার ৭৪৫ টাকা। তা না মেটালে ফ্ল্যাটের মিউটেশন হবে না।

কল্লোলবাবু জানান, তাঁর মক্কেল পুর কর মিটিয়ে দেন এবং ব্যাঙ্কের কাছে সেই টাকা ফেরত চান। কিন্তু ব্যাঙ্ক টাকা ফেরত দিতে অস্বীকার করে। এর পরেই বিচারপতি বসাকের আদালতে সিন্ডিকেট ব্যাঙ্কের বিরুদ্ধে মামলা করেন ওই চিকিৎসক। কল্লোলবাবু এ দিন আদালতে জানান, ব্যাঙ্কের উচিত ছিল, বকেয়া করের কথা জানানো।

এ দিন ব্যাঙ্কের পক্ষে আইনজীবী উদয়শঙ্কর ভট্টাচার্য জানান, বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ফ্ল্যাটটি যে অবস্থায় আছে, সেই অবস্থাতেই বিক্রি করা হবে। পুর কর বকেয়া রয়েছে কি না, তা জানানোর দায়িত্ব ব্যাঙ্কের নেই। তা ছাড়া বকেয়া করের কথা ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানতেনও না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Calcutta High Court Tax
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE