Advertisement
১১ মে ২০২৪
Calcutta High Court

Sexual Harassment: বিদ্যাসাগর কলেজের অর্থনীতির অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা খারিজ কলকাতা হাই কোর্টে

বিচারপতি সিন্‌হা জানান, শুধু মুখের কথায় নয়, অভিযোগের মধ্যে যৌন নিগ্রহের উপাদান খতিয়ে দেখতে হবে। এ জন্য আলাদা আইসিসি গঠনের কথা বলেছে আদালত।

যৌন হেনস্থার মামলা খারিজ।

যৌন হেনস্থার মামলা খারিজ। ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ ২০:৪২
Share: Save:

বিদ্যাসাগর কলেজের অর্থনীতির অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অমৃতা সিন্‌হার মন্তব্য, ‘‘শিক্ষাঙ্গনে যৌন হেনস্থার অভিযোগ মানেই তাতে যৌন হেনস্থার উপাদান আছে কি না সেটা আগে দেখা দরকার।’’

ওই অধ্যাপকের বিরুদ্ধে তদন্তের জন্য ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটি (আইসিসি) গঠন করেছিল কলেজ কর্তৃপক্ষ। সেই কমিটি অভিযুক্ত অধ্যাপককে বরখাস্তের প্রস্তাব দেয়। কমিটির সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হন ওই অধ্যাপক। আদালতে তাঁর দাবি, তদন্ত নিরপেক্ষ হয়নি। তিনি কলেজের অন্য এক অধ্যাপিকাকে কিছু কথা বলেছিলেন। তাঁর যৌন হয়রানির কোনও অভিপ্রায় ছিল না। অধ্যাপকের বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতি সিন্‌হা জানান, শুধু মুখের কথায় নয়, তার মধ্যে যৌন নিগ্রহের উপাদান খতিয়ে দেখতে হবে। তার জন্য আলাদা আইসিসি গঠনের কথাও জানায় আদালত। অধ্যাপকের হয়ে সওয়াল করেন আইনজীবী কল্লোল বসু।

একই সঙ্গে ওই অধ্যাপকের বরখাস্ত ও বদলির নির্দেশও বাতিল করে দেন বিচারপতির সিনহা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Calcutta High Court sexual harassment Kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE