Advertisement
০৩ অক্টোবর ২০২৪
Calcutta University

Calcutta University: অফলাইন না কি অনলাইন পরীক্ষার্থীরা ঠিক করবেন না, পড়ুয়াদের আবেদন খারিজ হাই কোর্টে

অফলাইন বা পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়ার পরিবর্তে অনলাইনে পরীক্ষা নিতে হবে, এমনই আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা হয়েছিল।

পড়ুয়াদের আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট।

পড়ুয়াদের আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ জুলাই ২০২২ ১৬:৫৫
Share: Save:

অনলাইন না কি অফলাইনে পরীক্ষা হবে, সেটা পরীক্ষার্থীরা ঠিক করতে পারেন না। মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের দায়ের করা মামলার প্রেক্ষিতে এমনই জানাল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সুব্রত তালুকদার এবং লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে অফলাইনেই।

অফলাইন বা পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়ার পরিবর্তে অনলাইনে পরীক্ষা নিতে হবে, এমনই আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কয়েক’শো পড়ুয়া। মঙ্গলবার মামলার শুনানিতে হাই কোর্টের পর্যবেক্ষণ, কোন ‘মোড’-এ (মাধ্যম) পরীক্ষা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার কোনও অধিকার নেই পড়ুয়াদের। পাশাপাশি, আদালত জানায়, এই মামলায় পড়ুয়াদের মৌলিক অধিকার ঠিক কী, তারও স্পষ্ট উল্লেখ নেই।

উল্লেখ্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ার পর পরেই শুরু হয় পড়ুয়া বিক্ষোভ। কলেজ স্ট্রিট চত্বরে বিক্ষোভ-অবস্থান করেন পড়ুয়ারা। তাঁদের বক্তব্য ছিল, অফলাইন ক্লাস পর্যাপ্ত হয়নি। পাঠ্যক্রমও শেষ হয়নি। সরকারের তরফে বার বার ছুটি ঘোষণার ফলে পড়াশোনায় বিঘ্ন ঘটেছে। এমতাবস্থায় তাঁরা চাইছেন অনলাইনেই পরীক্ষা হোক। তবে আদালতের বক্তব্য, ‘‘সিলেবাস শেষ হওয়া না হওয়া বিশ্ববিদ্যালয়ের বিষয়। ফলে বিশ্ববিদ্যালয়ই সিদ্ধান্ত নেবে তারা অফলাইন নাকি অনলাইনে পরীক্ষা নেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE