Advertisement
E-Paper

পুরসভার মাসিক অধিবেশনে বাংলায় প্রশ্ন করুন, কলকাতার কাউন্সিলরদের নির্দেশ দিলেন চেয়ারপার্সন মালা, কটাক্ষ পদ্মের

দলনেত্রীর দেখানো পথে চলেই এ বার কলকাতা পুরসভার সব কাউন্সিলরকে মাসিক অধিবেশনে বাংলায় প্রশ্ন করার নির্দেশ দিলেন চেয়ারপার্সন মালা রায়। কলকাতা পুরসভা সূত্রে খবর, আগামী দিনে যাতে দলের সব কাউন্সিলর বাংলা ভাষাতেই প্রশ্ন জমা দেন, সেই বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১২:০০
Chairperson Mala Roy directed the councilors to ask questions in Bengali in the monthly session of the KMC

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে কলকাতা পুরসভার সব কাউন্সিলরকে বাংলায় প্রশ্ন করার নির্দেশ দিলেন চেয়ারপার্সন মালা রায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বাংলা ভাষা নিয়ে জোর আন্দোলনে নেমেছে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল। বিজেপিশাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য ‘বাংলাদেশি’ বলে অভিযুক্ত করা হচ্ছে, এই মর্মে অভিযোগ এনে রাজ্য জুড়ে দলকে ‘ভাষা আন্দোলনে’ নামিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর দেখানো পথেই এ বার কলকাতা পুরসভার সব কাউন্সিলরকে মাসিক অধিবেশনে বাংলায় প্রশ্ন করার নির্দেশ দিলেন চেয়ারপার্সন মালা রায়।

ঘটনাপ্রবাহ বলছে, গত শুক্রবার পুরসভার অধিবেশনে ৪৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় নিজের প্রশ্নটি ইংরেজিতে করেছিলেন। অধিবেশন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত মালা প্রশ্নটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই উত্তরদাতা মেয়র ফিরহাদ হাকিমকে নির্দেশ দেন, ‘‘আপনি বাংলায় জবাব দিন।’’ পুরসভার চেয়ারপার্সনের নির্দেশমতোই মেয়র প্রশ্নের উত্তর দেন বাংলায়। মেয়রের জবাব শেষ হতেই চেয়ারপার্সন মালা সব কাউন্সিলরের উদ্দেশে বলেন, ‘‘এ বার থেকে পুরসভার অধিবেশনের সমস্ত কার্যবিধি বাংলাতেই হবে।’’ পরে তিনি নিজের ঘরে ফিরে গিয়ে মেয়র পারিষদ ও কাউন্সিলরদের উদ্দেশে বার্তা পাঠান, এ বার থেকে মাসিক অধিবেশনে যেন সকলেই প্রশ্নোত্তর বাংলা ভাষাতেই করেন। পাশাপাশি, কলকাতায় পুরসভার নিজের দফতরকেও মালা নির্দেশ দেন, মাসিক অধিবেশন-সহ তাঁর দফতরের যাবতীয় কাজকর্মও যেন বাংলাতেই করা হয়। নিজের ওই নির্দেশ প্রসঙ্গে মালা বলছেন, ‘‘বাংলা ভাষায় কথা বলা বিজেপিশাসিত রাজ্যে এখন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। তার প্রতিবাদে আমাদের সকলকে সরব হতে হবে। তাই আমি কলকাতা পুরসভার সব কাউন্সিলরকে প্রশ্নোত্তর বাংলাতেই করার নির্দেশ দিয়েছি।’’

কলকাতা পুরসভা সূত্রে খবর, আগামী দিনে যাতে শাসকদলের সব কাউন্সিলর বাংলা ভাষাতেই প্রশ্ন জমা দেন, সেই বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে। যে ৪৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ইংরেজি প্রশ্নের প্রত্যুত্তরে চেয়ারপার্সন মালার এমন নির্দেশ, সেই মোনালিসা বলছেন, ‘‘মাসিক অধিবেশনে এত দিন বাংলায় প্রশ্ন করা নিয়ে কোনও বাধ্যবাধকতা ছিল না। তাই আমি ইংরেজিতে প্রশ্ন করতাম। কিন্তু চেয়ারপার্সন যখন স্পষ্ট নির্দেশ দিয়েছেন, তখন এ বার থেকে আমি আমার ওয়ার্ড নিয়ে বা পুরসভার কাজকর্ম সংক্রান্ত বিষয়ে বাংলাতেই প্রশ্ন করব।’’

ঘটনাচক্রে, কলকাতা পুরসভায় বিজেপি, বামফ্রন্ট এবং কংগ্রেসের যে হাতেগোনা কাউন্সিলর রয়েছেন, তাঁরা এত দিন পুর অধিবেশনে বাংলাতেই প্রশ্ন করে এসেছেন। চেয়ারপার্সনের বাংলা ভাষার ‘ফরমান’ প্রসঙ্গে ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, ‘‘চেয়ারপার্সনের নির্দেশের কথা শুনেছি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র মাসিক অধিবেশনেই কেন বাংলা ব্যবহার করা হবে? কলকাতা পুরসভার যেসব সাইনবোর্ড উর্দুতে রয়েছে, সেগুলি পুরোপুরি কেন বাংলায় করা হবে না? মেয়র-সহ মেয়র পারিষদ বা চেয়ারপার্সনেরা কলকাতা পুরসভার যে নিজস্ব প্যাড ব্যবহার করেন, তাতেও কেন উর্দু ভাষা থাকবে?’’ সজলের আরও প্রশ্ন, ‘‘কলকাতার মেয়র স্বয়ং একবার বলেছিলেন, যে দিন কলকাতার ৫০ শতাংশ মানুষ উর্দু ভাষায় কথা বলবেন, সে দিন তিনি খুশি হবেন। তাঁর এই বক্তব্য নিয়েও পুরসভার চেয়ারপার্সনের মতামত আমরা জানতে চাই।’’

KMC Result 2021 Bengali
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy