Advertisement
E-Paper

তৈরি কলকাতা পুলিশও

দুর্গাপুজো, দীপাবলির পরে ছট পুজোও‌ যাতে নির্বিঘ্নে মেটে, সে জন্য পরিকল্পনা মাফিক ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ। শুক্রবার লালবাজারে শহরের সব ছট পুজো সংগঠকদের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন কলকাতা পুলিশের পদস্থ কর্তারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৬ ০০:৪৭

দুর্গাপুজো, দীপাবলির পরে ছট পুজোও‌ যাতে নির্বিঘ্নে মেটে, সে জন্য পরিকল্পনা মাফিক ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ। শুক্রবার লালবাজারে শহরের সব ছট পুজো সংগঠকদের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন কলকাতা পুলিশের পদস্থ কর্তারা। বিকেলে পুলিশ কমিশনার-সহ অন্য কর্তারা দইঘাট, তক্তাঘাট, বাজেকদমতলা ঘাট, গ্বালিয়র ঘাট-সহ একাধিক ঘাট ঘুরে দেখেন।

লালবাজার সূত্রে এ দিন জানানো হয়েছে, পুজোর দিন রবিবার ও সোমবার ১০০টি ঘাটে থাকবে পুলিশি নজরদারি। থাকছে ৩০৩টি পুলিশ পিকেট। ৮টি গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি এবং ৬টি জায়গায় ওয়াচ টাওয়ার থাকবে। গঙ্গায় যে কোনও পরিস্থিতি সামাল দিতে থাকবে ১২টি স্পিড বোট এবং ৫৪টি নৌকা। এ ছাড়াও থাকছে ১০টি হাই রেডিও ফ্লাইং স্কোয়াড (এইচ আর এফ এস) এবং দু’টি উদ্ধারকারী দল। পুলিশ জানিয়েছে, ছট পুজো দিতে আসা পুণ্যার্থীদের গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে বঙ্গবাসী মাঠ, গঙ্গাসাগর মেলার মাঠ, স্ট্র্যান্ড রোডের একাংশ এবং প্রয়োজনে শহিদ মিনারে। এর পরেও কোনও অসুবিধা হলে কর্তব্যরত পুলিশকর্তাদের সঙ্গে সংগঠকের পরামর্শ করতে নির্দেশ দিয়েছেন লালবাজারের কর্তারা।

chhath puja
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy