Advertisement
০৮ মে ২০২৪

‘টাকা না দেওয়ায়’ আটকে গেল ভর্তি

অনলাইনে টাকা জমা দেওয়ার নথি থাকা সত্ত্বেও কেন অতিরিক্ত টাকা দেবেন, প্রশ্ন করতেই কাগজ কেড়ে নেওয়া হয়। আসানসোল থেকে কলকাতায় ভর্তি হতে আসা মেয়েটি তবুও প্রশ্ন করেন, ‘‘আপনারা কারা? কেন টাকা দেব?’’ কিন্তু উত্তর পাননি।

জয়পুরিয়া কলেজের সামনে নথি যাচাই করে তবেই মিলছে ভিতরে ঢোকার অনুমতি। সোমবার। নিজস্ব চিত্র

জয়পুরিয়া কলেজের সামনে নথি যাচাই করে তবেই মিলছে ভিতরে ঢোকার অনুমতি। সোমবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৮ ০৩:৪০
Share: Save:

অনলাইনে ভর্তির তালিকায় নিজের নাম রয়েছে দেখেই প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হয়েছিলেন। অভিযোগ, তাঁর কাছে অতিরিক্ত চল্লিশ হাজার টাকা চান কলেজের এক ‘দাদা’!

অভিযোগ, অনলাইনে টাকা জমা দেওয়ার নথি থাকা সত্ত্বেও কেন অতিরিক্ত টাকা দেবেন, প্রশ্ন করতেই কাগজ কেড়ে নেওয়া হয়। আসানসোল থেকে কলকাতায় ভর্তি হতে আসা মেয়েটি তবুও প্রশ্ন করেন, ‘‘আপনারা কারা? কেন টাকা দেব?’’ কিন্তু উত্তর পাননি। শনিবার তাঁকে কাউন্সেলিংয়ে হাজির হতেও দেননি ওই ‘দাদারা’! সোমবার কলেজের সামনে দাঁড়িয়ে ফের এই অভিযোগ করলেন এক তরুণী। অভিযোগ, অতিরিক্ত টাকা না দেওয়ায় মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও ভর্তি হতে পারেননি তিনি।

এ দিন জয়পুরিয়ার সামনে দাঁড়িয়ে তরুণী জানান, হিসেবশাস্ত্রে স্নাতক পড়তে আবেদন করেছিলেন। অনলাইনে ফর্ম পূরণ ও টাকা জমাও দিয়েছিলেন। মেধাতালিকায় নাম দেখে কাউন্সেলিংয়ের জন্য শনিবার কলেজে পৌঁছন। তখন তাঁর কাছে অতিরিক্ত চল্লিশ হাজার টাকা চাওয়া হয়। টাকা না দেওয়ায় কলেজে ঢুকতে দেওয়া হয়নি বলেও তাঁর অভিযোগ। এ দিন কলেজের ভিতরে বসে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করে তিনি বলেন, ওই ব্যক্তিই তাঁর থেকে টাকা চেয়েছিলেন।

অভিযোগ, সোমবার প্রয়োজনীয় নথি দেখানো সত্ত্বেও তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। পরে শোনা যায়, কলেজের অধ্যক্ষ তাঁকে ডেকে পাঠিয়েছিলেন। তবে অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ তাঁকে জানিয়ে দেন যে, কাউন্সেলিংয়ের দিনে উপস্থিত না থাকায় তাঁকে ভর্তি নেওয়া যাবে না। রাতে অবশ্য অধ্যক্ষ অশোক মুখোপাধ্যায় ফোনে বলেন, ‘‘আমার সঙ্গে ওই তরুণীর দেখা হয়নি। তিনি চাইলে এসে দেখা করতে পারেন। অভিযোগ যাচাই করে দেখা হবে।’’

এই ঘটনার কিছুক্ষণ পরেই ওই কলেজে উপস্থিত হন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে, টাকার বিনিময়ে ভর্তির বিষয়টি তিনি মানতে নারাজ। তিনি জানান, অনলাইনে ফর্ম ও টাকা জমা দেওয়ার সময় নানা রকম ত্রুটি থাকছে। যার জেরে পরবর্তী সময়ে ভুগতে হচ্ছে আবেদনকারীদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE