Advertisement
২৩ এপ্রিল ২০২৪

অ্যাম্বুল্যান্স-মিনিবাস সংঘর্ষ, জখম অন্তঃসত্ত্বা

এ দিন সন্ধ্যায় পল্লবীর স্বামী শুভদীপ দত্ত জানান, বেলা আড়াইটে নাগাদ পল্লবীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক ঘণ্টা কেটে গেলেও তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানাননি হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও পুলিশ সূত্রের খবর, পল্লবীর অবস্থা আপাতত স্থিতিশীল।

মিনিবাসের সঙ্গে সংঘর্ষে কাচ ভেঙেছে অ্যাম্বুল্যান্সের। নিজস্ব চিত্র

মিনিবাসের সঙ্গে সংঘর্ষে কাচ ভেঙেছে অ্যাম্বুল্যান্সের। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৭ ০২:৫৬
Share: Save:

সল্টলেকের দু’নম্বর গেটের কাছে মিনিবাস ও অ্যাম্বুল্যান্সের সংঘর্ষে আহত তিন। তাঁদের মধ্যে এক জন অন্তঃসত্ত্বা রয়েছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর দে়ড়টা নাগাদ সল্টলেকের দিক থেকে একটি অ্যাম্বুল্যান্স আরজিকরের দিকে যাচ্ছিল। দ্রুত হাসপাতালে পৌঁছতে সল্টলেকের দু’নম্বর গেট পার করে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে উঠে ডান দিকে স্লিপ রোডের দিকে গাড়ি ঘোরাতে যান চালক, কিন্তু সে সময়ে উল্টোডাঙার দিক থেকে সল্টলেকে যাচ্ছিল একটি বেসরকারি মিনিবাস। মিনিবাসের এক দিকে ধাক্কা লাগে অ্যাম্বুল্যান্সটির। ধাক্কা লেগে উল্টে যায় অ্যাম্বুল্যান্স।

ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দা, কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরাও। অ্যাম্বুল্যান্স থেকে আহতদের বার করে আনা হয়। দ্রুত পৌঁছে দেওয়া হয় আরজিকর হাসপাতালে। পুলিশ সূত্রের খবর, অ্যাম্বুল্যান্সের মধ্যে নদিয়ার হরিণঘাটা থানা এলাকার বছর উনিশের বাসিন্দা পল্লবী দত্ত সাহা। তাঁকে আরজিকর হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি করা হয়েছে। অ্যাম্বুল্যান্স চালক সুব্রত বিশ্বাস ও আলপনা সাহাকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে।

এ দিন সন্ধ্যায় পল্লবীর স্বামী শুভদীপ দত্ত জানান, বেলা আড়াইটে নাগাদ পল্লবীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক ঘণ্টা কেটে গেলেও তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানাননি হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও পুলিশ সূত্রের খবর, পল্লবীর অবস্থা আপাতত স্থিতিশীল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident Mini Bus Ambulance Pregnant Injured
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE