Advertisement
১৭ জুন ২০২৪

আলোর দ্বন্দ্বে মেয়র ও পারিষদ

দেড় বছরেও আলোর প্রকল্প কার্যকর করতে পারল না বিধাননগর পুরসভা। বরং বৃহস্পতিবার এ নিয়ে শাসক দলের দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ০০:৫৫
Share: Save:

দেড় বছরেও আলোর প্রকল্প কার্যকর করতে পারল না বিধাননগর পুরসভা। বরং বৃহস্পতিবার এ নিয়ে শাসক দলের দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এল। কেন আলোর প্রকল্প কার্যকর হচ্ছে না, সেই প্রশ্নে মেয়র সব্যসাচী দত্ত স্পষ্টই বলেন, ‘‘এ নিয়ে মেয়র পারিষদ (আলো) সুধীর সাহার সঙ্গে কিছু ব্যাপারে মতৈক্য হয়নি। বিষয়টি আলোচনার স্তরে আছে। কমিশনার দেখছেন।’’ সুধীরবাবু আরও এক ধাপ এগিয়ে সরাসরি মেয়রের উদ্দেশে বলেন, ‘‘এ ভাবে এখনই প্রকাশ্যে মুখ খুলে মেয়র ঠিক কাজ করেননি। কারণ সবটাই আলোচনা-সাপেক্ষ। ঘটনাটি যথাযোগ্য জায়গায় জানানো হবে।’’

এ দিকে, ওই আলোর প্রকল্পে টেন্ডার পাওয়া সংস্থা সুধীরবাবুর বিরুদ্ধে মানহানির মামলা করেছে। বৃহস্পতিবার তার সমন পৌঁছয় সব্যসাচীবাবুর কাছে। সুধীরবাবু বলেন, ‘‘সমন হাতে পেলে বলব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Conflict
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE