ফের জেলে বসে তোলা চেয়ে না পেয়ে প্রোমোটারকে খুনের ছক। তবে লালবাজারের গোয়েন্দারা আগেভাগে টের পেয়ে যাওয়ায় একটুর জন্য বেঁচে গেলেন ওই ব্যবসায়ী। মূল ষড়যন্ত্রী এক জন ও তার শাগরেদ সন্দেহে এক ব্যক্তিকে গোয়েন্দারা হেফাজতে পেয়েছেন। খোঁজ চলছে বাকিদের।
লালবাজার সূত্রের খবর, এ ক্ষেত্রে দমদম সেন্ট্রাল জেলে বসে এক দুষ্কৃতী খুনের ছক কষেছিল দক্ষিণ কলকাতার লেক এলাকার এক প্রোমোটারকে। সেই মতো গত সপ্তাহে ‘সুপারি’ দিয়ে ভাড়াটে খুনিদেরও পাঠানো হয়েছিল ওই ব্যবসায়ীর বাড়িতে। ঠিক ছিল, ব্যবসায়ী বাড়ি থেকে বেরোলেই তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে অন্ধকারে মিলিয়ে যাবে দুষ্কৃতীরা।
ওই ছক কলকাতা পুলিশের দুঁদে গোয়েন্দাদের মনে করিয়ে দিচ্ছে ২০০২ সালের ৭ এপ্রিল নিউ আলিপুরে প্রোমোটার মহেশ অগ্রবাল খুনের ঘটনাকে। প্রেসিডেন্সি জেলে বসে তখনকার কুখ্যাত তোলাবাজ যিশু জৈন পাঁচ লক্ষ টাকা তোলা চেয়েছিল ওই ব্যবসায়ীর কাছে। কিন্তু তিনি দেননি। যিশুর পাঠানো ‘শার্প শ্যুটার’-রা গিয়ে তাঁকে খুন করেছিল। পুরোটাই জেলে বসে পরিকল্পনা করেছিল যিশু জৈন, রাজা দত্তেরা।