Advertisement
২৫ এপ্রিল ২০২৪

প্রায় সম্পূর্ণ বেলি ব্রিজ তৈরির কাজ

মাত্র ১১ দিনের মধ্যে এই কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। বেলি ব্রিজ কবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে, তা ঠিক করবে কেএমডিএ।

চলছে কাজ।—ফাইল চিত্র।

চলছে কাজ।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০২:০৪
Share: Save:

আজ, শুক্রবার সন্ধ্যার মধ্যেই লেক টাউন ফুটব্রিজের কাছে কেষ্টপুর খালের উপরে বেলি ব্রিজের কাজ শেষ হয়ে যাবে। বৃহস্পতিবার দুপুরে ব্রিজের কাজ পরিদর্শনের পরে এমনই আশা প্রকাশ করলেন গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই)-এর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর রিয়ার অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) বি কে সাক্সেনা।

এ দিন চেয়ারম্যান জানান, মাত্র ১১ দিনের মধ্যে এই কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। বেলি ব্রিজ কবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে, তা ঠিক করবে কেএমডিএ। এই বেলি ব্রিজটি ১০০ টন পর্যন্ত ভার বহনে সক্ষম বলেও জানান চেয়ারম্যান।

১৪০ ফুট লম্বা এই সেতু যোগ করবে ভিআইপি রোড এবং সল্টলেকে কেষ্টপুর খাল সংলগ্ন রাস্তাকে। ওই সেতু ধরে ভিআইপি রোড ধরে সরাসরি সল্টলেকে পৌঁছে যাওয়া যাবে। কেএমডিএ জানিয়েছে, সেতুর কাজ শেষ হওয়ার পরে তারা পুলিশের সঙ্গে আলোচনা করবে। সেই অনুযায়ী সেতু চালু করার দিন ঠিক করা হবে। তবে ওই সেতুতে যে পরিমাণ ভার বহন করার কথা নির্মাণকারী সংস্থার তরফে বলা হয়েছে, তা বাধ্যতামূলক ভাবে মানতে হবে বলে কেএমডিএ সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Traffic Brailey Bridge KMDA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE