Advertisement
E-Paper

বন্যা নিয়ে অর্থমন্ত্রীর কথায় সংশয়

সাম্প্রতিক ভারী বর্ষণে কলকাতার ৫২টি ওয়ার্ডে বন্যা হয়েছিল। নবান্নে অর্থমন্ত্রীর এমন এক মন্তব্য ঘিরে শুক্রবার সমস্যায় পড়ে পুর-প্রশাসন। কীসের ভিত্তিতে অর্থমন্ত্রী ওই কথা বলেছেন, তার খোঁজ শুরু করেন পুরকর্তারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৫ ০২:৪৮

সাম্প্রতিক ভারী বর্ষণে কলকাতার ৫২টি ওয়ার্ডে বন্যা হয়েছিল। নবান্নে অর্থমন্ত্রীর এমন এক মন্তব্য ঘিরে শুক্রবার সমস্যায় পড়ে পুর-প্রশাসন। কীসের ভিত্তিতে অর্থমন্ত্রী ওই কথা বলেছেন, তার খোঁজ শুরু করেন পুরকর্তারা। এ দিন স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির সঙ্গে বৈঠকের পরে নবান্নে অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, ‘‘বন্যাকবলিত এলাকার মধ্যে কলকাতা পুরসভার ৫২টি ওয়ার্ডও রয়েছে।’’ কিন্তু কলকাতা পুরসভা এমন কিছু ঘোষণা করেছে কি না, জিজ্ঞাসা করায় অর্থমন্ত্রী বলেন, ‘‘বিপর্যয় মোকাবিলা দফতর আমাদের যা রিপোর্ট দিয়েছে, তাতে কলকাতা পুরসভার ৫২টি ওয়ার্ডের কথা রয়েছে।’’

পরে এ বিষয়ে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি কিছুটা অবাকই হন। জানান, পুর-প্রশাসন থেকে এ ধরনের কোনও রিপোর্ট গিয়েছে কি না, তিনি জানতেন না। কারণ সে সময়ে তিনি বিদেশে ছিলেন। মেয়রের ঘরেই তখন ছিলেন পুর কমিশনার খলিল আহমেদ। দু’জনে কথা বলার পরে মেয়র ব্যাখ্যা দেন, ‘‘রাজ্যের বিভিন্ন স্থানে বন্যা হলে বলা হয়, রাজ্য জুড়ে বন্যা হয়েছে। এটাও সে রকম। ৫২টি ওয়ার্ডের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়েছিল। কোথাও কম, কোথাও বেশি।’’ তিনি জানান, পুরসভা থেকে যে রিপোর্ট পাঠানো হয়েছিল, তাতে ৫২টি ওয়ার্ডের কথা লেখা হয়েছিল। তবে এমনটা নয়, পুরো ওয়ার্ড জলমগ্ন ছিল। ওয়ার্ডের হিসেবে ৫২ ঠিকই, তবে সবটাই জলমগ্ন নয়। বিপর্যয় মোকাবিলা দফতরের এক কর্তার দাবি, ‘‘প্রাথমিক ভাবে পুরসভা আমাদের যা রিপোর্ট পাঠিয়েছে, তাতে ৫২টি ওয়ার্ডে বন্যা হয়েছে বলেই দাবি করা হয়েছে।’’

Amit Mitra Controversial statement flood Nabanna
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy